Wednesday, November 12, 2025

মধ্যরাতে মধ্যমগ্রামের বিস্ফোরণে মৃত্যু উত্তরপ্রদেশের যুবকের, উদ্ধার ব্যাগ ভর্তি বোমা!

Date:

রবিবার মধ্যরাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে ভয়াবহ বোমা বিস্ফোরণ! মৃত্যু হল উত্তরপ্রদেশের যুবক সচ্চিদানন্দ মিশ্রের (Sacchitananda Mishra)। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি বোমা ও চার্জার। সকালে সেখানে পৌঁছেছে NIA টিম। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। স্কুলের সামনে এমন বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রধান শিক্ষক অভিভাবকদের আশ্বস্ত করে বলেছেন এখন কোনও আতঙ্ক নেই। সকাল থেকে পড়ুয়াদের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে পঠন-পাঠন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২:৫৭ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। বোমার আঘাতে গুরুতর জখম হওয়ায় উত্তরপ্রদেশের যুবককে প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে সচ্চিদানন্দের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ জানিয়েছে ওই যুবকের ব্যাগ থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। সেখান থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। মৃত যুবক শেষ বনগাঁ লোকালে করে মধ্যমগ্রাম স্টেশনে আসেন বলে জানা গেছে। কিন্ত কেন? ঠিক কী উদ্দেশ্য নিয়ে তিনি ব্যাগে করে বোমা নিয়ে এসেছিলেন বা বড় কোনও নাশকতার ছক কষা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছে যান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন কিছু অপশক্তি সব সময় বাংলাকে বদনাম করা এবং বাংলার বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা করে চলেছে। ওই যুবক কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন তা জানা জরুরি। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version