মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই তৎপর নবান্ন। চলতি মাসেই শুরু হচ্ছে সাইকেল বিতরণ কর্মসূচি। ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় নবম থেকে দ্বাদশ শ্রেণির ১২ লক্ষ ছাত্রছাত্রী এবার সাইকেল পেতে চলেছে। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত এই প্রকল্পে সাইকেল পাওয়া পড়ুয়ার সংখ্যা দাঁড়াবে প্রায় দেড় কোটিতে।

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দফতর এই প্রকল্প বাস্তবায়ন করছে। নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে রাজ্য এসসি, এসটি এবং ওবিসি উন্নয়ন ও আর্থিক বিষয়ক পর্ষদ। উদ্দেশ্য, স্কুলে যাতায়াত সহজ ও নিরাপদ করা।

১৪ আগস্ট ধনধান্য প্রেক্ষাগৃহে কন্যাশ্রী দিবসের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন। সরকারি সূত্রে খবর, আগস্টের শেষ সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইকেল বিলির কাজ শুরু হবে। প্রশাসনের লক্ষ্য, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শারদোৎসবের আগে সিংহভাগ ছাত্রছাত্রীর হাতে সাইকেলের চাবি তুলে দেওয়া। এজন্য দ্রুততার সঙ্গে প্রস্তুতি শুরু হয়েছে জেলাস্তরে।

আরও পড়ুন – সুখবর! বাড়ল লৌহ-ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস

_

_

_

_

_

_

_