রবিবার দিনটাই যেন ছিল ইস্টবেঙ্গলের(Eastbengal)। ডুরান্ড ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। তারই কিছুক্ষণ আগে ত্রিপুরাতেও হয়ে গিয়েছিল একটি ডার্বি (Legends Derby)। শ্রাচী (Srachi) ও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল লেজেন্ডস ডার্বি। সেখানেও জয়ী ইস্টবেঙ্গল (Eastbengal)। অ্যালভিটো, মেহতাব, সুলে মুসাদের দুরন্ত পারফরম্যান্সে লেজেল্ডস ডার্বিও ইস্টবেঙ্গলেরই। রবিবার বঙ্গ ফুটবলটাই যেন শুধু ইস্টবেঙ্গলময়। ত্রিপুরার স্টেডিয়ামের রংও এদিন লাল-হলুদ।
ভারতীয় ফুটবলের প্রাক্তন তারকাদের নিয়ে তৈরি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল লেজেন্ডস দল (Eastbbengal Legends)। ত্রিপুরাতে ফুটবল প্রসারের লক্ষ্যই ছিল এই ম্যাচের আসর। সফল শ্রাচী ও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ। প্রাক্তন তারকাদের খেলায় যেন আরও সেই ডার্বির উন্মাদনা। ত্রিপুরাও স্বাক্ষী রইল এক অভিনব ডার্বির।
এদিন সাডেন ডেথে মোহনবাগানকে ৫-৪ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল গোলশূন্য। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখান থেকেই শেষপর্যন্ত সাডেনডেথ। সেখানেই মোহনবাগানের আব্দুল সাদিক বল বাইরে মারতেই ডার্বি জয়ী ইস্টবেঙ্গল।
–
–
–
–
–
–
–
–