Thursday, November 6, 2025

বিরোধীরা একজোট: সংসদে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট!

Date:

ভোটার তালিকা নিয়ে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক দলগুলি – এভাবেই বিরোধীদের যাবতীয় দাবিকে খর্ব করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। আদতে সাংবাদিকদের প্রতিটি সঠিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। এভাবে বিজেপির হাতিয়ার হিসাবে নির্বাচন কমিশনের (Election Commission) কাজ করার নগ্ন চেহারা প্রকাশ্যে এসে যাওয়ার পরেও নির্লজ্জ আচরণ করা মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট (impeachment) আনার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে বিরোধী জোট। সোমবার বিরোধীদের বৈঠক থেকে সেরকমই ইঙ্গিত দিয়েছেন জোটের সাংসদরা।

বিরোধী সাংসদ থেকে নেতাদের এসআইআর (SIR) নিয়ে একাধিক প্রশ্নের কোনও উত্তর দিতে না পারায় জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। জ্ঞানেশ কুমারের দাবি, এসআইআর-এর মাধ্যমে যে তালিকা তৈরি হয়েছে তাতে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলের বিএলও-রা। ফলে ১৭ দিন হয়ে গেলেও কমিশনের দফতরে বিহারের এসআইআর নিয়ে কোনও অভিযোগ দায়ের করতে পারেনি কোনও রাজনৈতিক দল। এমনকি রাজনৈতিক দলগুলিতে বাকি ১৫ দিনে অভিযোগ জমা দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন জ্ঞানেশ কুমার।

আরও পড়ুন: কংগ্রেস সভাপতির পাশেই অভিষেক, কী করলেন তাঁরা?

অথচ রবিবারের সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ অন্তত ১০ প্রশ্নের কোনও উত্তরই দেননি নির্বাচন কমিশনার। আগাগোড়া বিজেপির উদ্দেশ্যমূলক গল্প সাজানো কমিশনারের নির্লজ্জতার বিরুদ্ধে এবার সংসদে ইমপিচমেন্ট (impeachment) আনার পথে বিরোধী জোট। রবিবার কংগ্রেসের সেন্ট্রাল কমিটির বৈঠকে এই প্রসঙ্গে আলোচনা হয়। এরপর সোমবার আলোচনায় বসে ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার শতাব্দী রায়, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত প্রমুখ। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তাব পেশ হয় বলে সূত্রের খবর।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version