চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক মুর্শিদাবাদের সাগরদীঘিতে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) বাসে আগুন লাগার ঘটনা চালক সবার আগে টের পেয়েই সতর্ক করেন বাসের চালক। ফলে দ্রুত বাস থেকে নেমে যেতে পারেন যাত্রীরা। সকলে বাস থেকে নেমে যাওয়ার পর গোটা বাসটি ১২ নম্বর জাতীয় সড়কের (NH-12) উপর দাউদাউ করে জ্বলে যায়। ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নদিয়ার রানাঘাট থেকে শিলিগুড়িগামী বাসটি মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদীঘির মোড়গ্রামের কাছে আচমকাই বাসে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বাস থেকে ধোঁয়া দেখতে পেয়েই চালক যাত্রীদের বাস থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। চালক ও খালাসি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। তারা বাস থেকে নামতেই বাসটি পুরোপুরি জ্বলে যায়।

আরও পড়ুন: তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির বরাত বাতিল করে নতুন দরপত্র ডাকার সিদ্ধান্ত নবান্নর

বাসটিতে সেই সময়ে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। বেশ কয়েকজন যাত্রীকে বাসের জানালা দিয়েও বের করে আনা হয়। প্রাথমিক অনুমান, বাসের যান্ত্রিক সমস্যার জন্য আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। অনেক যাত্রী প্রাণ হাতে করে বাস থেকে নেমে পড়তে পারলেও তাঁদের মালপত্র বাসেই পুড়ে যায়। জাতীয় সড়কের উপর বাসে আগুন লেগে যাওয়ায় বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়।

–

–

–

–

–

–
