Wednesday, August 20, 2025

মুর্শিদাবাদে চলন্ত বাসে বিধ্বংসী আগুন, কোনওক্রমে রক্ষা যাত্রীদের

Date:

Share post:

চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক মুর্শিদাবাদের সাগরদীঘিতে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) বাসে আগুন লাগার ঘটনা চালক সবার আগে টের পেয়েই সতর্ক করেন বাসের চালক। ফলে দ্রুত বাস থেকে নেমে যেতে পারেন যাত্রীরা। সকলে বাস থেকে নেমে যাওয়ার পর গোটা বাসটি ১২ নম্বর জাতীয় সড়কের (NH-12) উপর দাউদাউ করে জ্বলে যায়। ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নদিয়ার রানাঘাট থেকে শিলিগুড়িগামী বাসটি মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদীঘির মোড়গ্রামের কাছে আচমকাই বাসে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বাস থেকে ধোঁয়া দেখতে পেয়েই চালক যাত্রীদের বাস থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। চালক ও খালাসি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। তারা বাস থেকে নামতেই বাসটি পুরোপুরি জ্বলে যায়।

আরও পড়ুন: তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির বরাত বাতিল করে নতুন দরপত্র ডাকার সিদ্ধান্ত নবান্নর

বাসটিতে সেই সময়ে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। বেশ কয়েকজন যাত্রীকে বাসের জানালা দিয়েও বের করে আনা হয়। প্রাথমিক অনুমান, বাসের যান্ত্রিক সমস্যার জন্য আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। অনেক যাত্রী প্রাণ হাতে করে বাস থেকে নেমে পড়তে পারলেও তাঁদের মালপত্র বাসেই পুড়ে যায়। জাতীয় সড়কের উপর বাসে আগুন লেগে যাওয়ায় বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...