সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভার শিল্প, পরিকাঠামো ও কর্মসংস্থান সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে নতুন দরপত্র ডাকা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে নবান্নে (Nabanna)। লক্ষ্য, দুর্গাপুজোর (Durga Puja) আগেই নতুন কোনও সংস্থাকে বন্দর তৈরির দায়িত্ব দেওয়া।
প্রসঙ্গত, ২০২২ সালে আদানি গ্রুপকে (Adani Group) তাজপুর বন্দর তৈরির বরাত দিয়েছিল রাজ্য সরকার (WB State Govt)। কিন্তু আড়াই বছরেরও বেশি সময় কেটে গেলেও কাজ শুরু হয়নি। এর মধ্যেই ২০২৩ সালে হিন্ডেনবার্গের রিপোর্টে শেয়ার বাজারে কারচুপির অভিযোগ ওঠে আদানি গ্রুপের বিরুদ্ধে। এরপর থেকেই প্রকল্প কার্যত অনিশ্চিত হয়ে পড়ে।
রাজ্য প্রশাসন আগেই ইঙ্গিত দিয়েছিল নতুন করে দরপত্র ডাকা হতে পারে। সেই মর্মে আইনি পরামর্শও নেওয়া হয়। অবশেষে সেই পথেই হাঁটল নবান্ন (Nabanna)।
–
–
–
–
–
–
–
–