Wednesday, August 20, 2025

কুকুরপ্রেমীরা রাজনীতিবিদদের পায়ে কামড়ে দিন: মন্তব্য করে বিপাকে রামগোপাল

Date:

সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই সারমেয়দের নিয়ে দেশজুড়ে চলছে বিতর্ক। পথে নেমেছে সারমেয়প্রেমীরা। এবার ফের তাঁদের খোঁচা দিলেন রামগোপাল বর্মা(Ramgopal Varma)। এবার নতুন পরামর্শ। তিনি বলেন রাজনীতিবিদদের কামড়ে দিক কুকুরপ্রেমীরা (Dog Lovers)। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছে, দিল্লি-এনসিআর(Delhi NCR) এলাকার রাস্তায় পথকুকুরদের ছেড়ে রাখা যাবে না। তাদের ধরে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে পাঠাতে হবে। এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে পশুপ্রেমীরা। পশুপ্রেমিকদের দাবি টিকাকরণ ও নির্বীজকরণের দায়িত্ব প্রশাসনের কিন্তু সেটা না করে পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়া অমানবিক বলেই মনে করা হচ্ছে। এই আশ্রয়কেন্দ্রগুলির আদৌ কোনও অস্তিত্ব রয়েছে কিনা সেই প্রশ্নও তুলেছে তারা।

কিন্তু এবার পশুপ্রেমীদের উপরেই ক্ষোভ উগরে দিলেন রামগোপাল বর্মা (Ramgopal Varma)। তিনি একটি পোস্টে লিখেছেন, “কুকুররা বিশ্বস্ত হয়, কারণ বিশ্বাস কীভাবে ভাঙতে হয় সেটাই ওরা জানে না। সারমেয়প্রেমীরা প্রায়ই বলেন, মানুষের থেকে কুকুর ভাল। আসলে আপনাদের এই মন্তব্য কুকুরদের জন্য নয়, মানুষের জন্যই।” তিনি মনে করছেন মানুষ যে কোনও প্রাণীকেই ভালবাসতে পারে এমনকি করোনা ভাইরাসকেও কেউ চাইলেই ভালবাসতেই পারেন, কিন্তু নিজের বাড়িতে রেখে। তিনি স্পষ্ট করেই বলেছেন, ”এখন আমরা কথা বলছি এমন কিছু পথকুকুর নিয়ে, যারা ক্রমাগত শিশুদের হত্যা করে চলেছে।”

এরপরেই রাজনীতিবিদ ও বিচারপতিদের কামড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন “সারমেয়প্রেমীরা সরকার ও প্রশাসনকে দোষ দিচ্ছেন। এই সব পশুপ্রেমীদের উচিত সরকারি আধিকারিক ও রাজনীতিবিদদের পায়ে গিয়ে কামড়ে দেওয়া। এতে ওঁরা দ্রুত সমাধান পাবেন। তবে এর পাশাপাশি বেচারা শিশুগুলোর কথাও ভাবা উচিত, যাদেরকে এই কুকুরগুলো ক্রমাগত আক্রমণ করে।” উল্লেখ্য, রামগোপাল (Ramgopal Varma) চিরকালই ঠোঁটকাটা। তাঁর মন্তব্য মাঝে মধ্যেই বিতর্ক তৈরি করে। সামাজিক কোনও ঘটনা ঘটলে তিনি সবসময় স্রোতের বিপক্ষেই মন্তব্য করেন। এই বারেও ব্যতিক্রম নন তিনি। তবে এই মন্তব্যের পর থেকে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার পরিচালক।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version