Monday, November 3, 2025

SIR-এর বিরোধিতায় ফের নির্বাচন কমিশন ঘেরাওয়ের ফের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, দিল্লি থেকে ফিরে কলকাতায় বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, “বাংলা থেকে যদি একটা মানুষেরও মৌলিক অধিকারও কাড়তে চায়, জোর জবরদস্তি করে একটা মানুষের নামও বাদ দেয়, তাহলে এক লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে বাংলার ক্ষমতা কী! তাদেরকে বুঝিয়ে দেব।”

SIR নিয়ে বিরোধী দলগুলির উপরে দায় ঠেলে দিচ্ছে নির্বাচন কমিশন- এদিন এই অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ক্ষোভ প্রকাশ করে অভিষেক বলেন, ”গতকাল নির্বাচন কমিশনের (Election Commission) তরফে থেকে যে সাংবাদিক বৈঠক করা হয়েছে, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে ইন্ডিয়া জোটের শরিক দল, যে প্রশ্নগুলি আমরা নির্বাচন কমিশনের কাছে রেখেছিলাম। একটা প্রশ্নের সদুত্তর দেয়নি। পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে, দায় বিরোধী দলগুলির উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে।”

SIR বিরোধিতায় প্রতিদিনই দিল্লিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। এদিনও অভিষেক, মল্লিকার্জুন খাড়্গে-সহ বিরোধীজোটের সদস্যরা হাতে হলফনামা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব আনার কথা ভাবছে বলে সূত্রের খবর। অভিষেক (Abhishek Banerjee) বলেন, ”আমি প্রথমেই বলতে চাই, আপনারা যদি নির্বাচন কমিশনের গাইড লাইনগুলি দেখেন, কোনওরকম এফিডেফিটের দরকার পড়ে না। কোথাও যদি কোনও ভুল থাকে, বা ভোটার লিস্টে কোনও গরমিল হয়, সেখানে স্বতঃপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশনের ERO-র ক্ষমতা আছে তদন্ত করে, দরকার হলে কোনও গরমিলের অভিযোগ যদি আসে, তখনই স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করে সেই বদলগুলি করা যেতে পারে।”

SIR নিয়ে ফের লোকসভা ভেঙে নিয়ে নির্বাচনের দাবি জানান অভিষেক। তাঁর সাফ কথা, ”যে কথাগুলি নির্বাচন কমিশন বলছে. ভোটার লিস্টে গরমিল রয়েছে। কোনও কোনও জায়গায় মৃত ব্য়ক্তির নাম রয়েছে। SIR করার প্রয়োজন। আমি যদি নির্বাচন কমিশনের যুক্তিকে তর্কের খাতিরে সঠিক বলে মেনে নিই, তাহলেও আমার মনে হয় যে, এক বছর আগে যে লোকসভা নির্বাচন গিয়েছে, সেই নির্বাচন তো এই ভোটার লিস্টেই হয়েছে। আগে সরকার পদত্যাগ করে, কাশ্মীর থেকে কন্যাকুমারী SIR করে, তারপর নির্বাচন করুক।”

তৃণমূলের লোকসভার দলনেতার তীব্র আক্রমণ, ”আমরা তো মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছি পাচ্ছি না। ভারতীয় জনতা পার্টি মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। যাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। বিজেপি যেভাবে একনায়কতন্ত্রের সরকার চালিয়েছে, নির্বাচন কমিশনও স্বীকার করছে যে লক্ষ লক্ষ মৃত ব্যক্তিদের নাম রয়েছে। যাদের তত্ত্বাবধানে ২০২৪ সালে নির্বাচন হল, তাঁদের তদন্ত করে জেলে ঢোকানো উচিত।”

খসড়া ভোটার তালিকা সংশোধনের জন্য কেন হলফনামা দিতে হবে? প্রশ্ন তুলে অভিষেক বলেন, ”দায় তো কমিশনের। বিহারে SIR করছে। ৬৫ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, নির্বাচন কমিশন বলবে যদি কোনও গরমিল থাকে, মুখ্য় নির্বাচন কমিশনার পদত্যাগ করুন”। এর পরেই হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ”বাংলা থেকে যদি একটা মানুষেরও মৌলিক অধিকারও কাড়তে চায়, জোরজবরদস্তি করে একটা মানুষের নামও বাদ দেয়, তাহলে এক লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে বাংলার ক্ষমতা কী! তাদেরকে বুঝিয়ে দেব।”
আরও খবর: ‘শ্রমশ্রী’ প্রকল্প: বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...
Exit mobile version