তিনি প্রাক্তন মিস ইউনিভার্স (Miss Universe)! বলিউডের (Bollywood) কিং খান (Shah Rukh Khan) থেকে ভাইজান (Salman Khan) প্রায় সব বড় বড় তারকার সঙ্গেই তার রসায়ন ছিল দুর্দান্ত। তা সত্ত্বেও একটা সময় আচমকাই থেমে যায় তার সাফল্যের এই গাড়ি। টানা আট বছর তিনি ছিলেন ‘বেকার’! কোনও কাজই ছিল না বলিউড ক্যুইন সুস্মিতা সেনের (Sushmita Sen)।

১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয় করেন সুস্মিতা! এরপর পা রাখেন বলিউডে। একের পর সুপারহিট সিনেমা। দর্শকরা ছবিতে তাঁকে দেখে মুগ্ধ। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই প্রশংসিত। কিন্তু তাও কেন ৮ বছর কাজহীন ছিলেন সুস্মিতা? একথা তিনি নিজেই জানিয়েছেন সম্প্রতি ভাইরাল হওয়া এক সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর সাক্ষাৎকারের ভিডিও।

আরও পড়ুন-কুকুরপ্রেমীরা রাজনীতিবিদদের পায়ে কামড়ে দিন: মন্তব্য করে বিপাকে রামগোপাল

সুস্মিতা সেন (Sushmita Sen) নিজে জানিয়েছেন,”একটা সময়ে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) যেমন— ‘নেটফ্লিক্স’, ‘প্রাইম’, ‘হটস্টার’-এ নিজে ফোন করে কাজ চেয়েছেন। তাঁর এই স্বীকারোক্তি চমকে দেওয়ার মতোই। ক্যামেরার সামনে গ্ল্যামারের মুখোশ সরিয়ে, সুস্মিতা শেয়ার করেন তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা। যে সময় তাঁর ধৈর্য, মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের চরম পরীক্ষা হয়েছিল। ভাইরাল ভিডিয়োটিতে (Viral Vedio) সুস্মিতা সেন বলেন, ‘আমার নাম সুস্মিতা সেন। আমি একজন অভিনেত্রী, আগে ছিলাম। আর আমি ফিরতে চাই কাজে। আবার কাজ করতে চাই। আমাকে সাহায্য করতে হবে, কারণ আমি ৮ বছর কোনও কাজ করিনি, এটা খুবই লম্বা সময়।’

সুস্মিতা আরও জানান, “সেই ৮ বছর কোনও নির্মাতা বা প্ল্যাটফর্ম তাঁর কাছে আসেনি। আমি নিজে মানুষকে ফোন করে কাজ চেয়েছি, যাতে তারা বুঝতে পারে আমার কাজের কতটা জরুরি, কতটা খিদে রয়েছে, আমি কাজ করতে চাই, আমি কাজ চাইছি।’ এর পর সুস্মিতা ‘আরিয়া’-র মতো সিরিজ়ের হাত ধরে লাইমলাইটে ফিরে আসেন। এই সিরিজ়ে তাঁর পারফরম্যান্স (Performance) দেখে মুগ্ধ হন দর্শকরা।

আরও পড়ুন-দিয়ামনতাকসকে প্রশংসায় ভরালেন অস্কার, দিলেন বিশেষ বার্তাও

_

_

_

_
