Monday, November 10, 2025

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (WB Assembly election), তার আগে দলীয় সংগঠন মজবুত করতে বিভিন্ন জেলার তৃণমূল (TMC) নেতৃত্বের সঙ্গে বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার সাংসদ তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করবেন বলে জানা গেছে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও (Subrata Bakshi) উপস্থিত থাকবেন বলে খবর।

একদিকে দিল্লিতে সংসদীয় কাজকর্ম সামলানো অন্যদিকে বাংলায় দলীয় সংগঠনকে মজবুত করার দিকে জোর দিচ্ছেন অভিষেক। বিভিন্ন সময় যেসব এলাকা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে গত নির্বাচনে বিজেপির এগিয়ে থাকার ছবি ধরা পড়েছে, সেখানে নজর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তিনি আগেই জানিয়েছিলেন, কোনও ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া নয়, দলই শেষ কথা সেটা মাথায় রেখে জনসংযোগ বাড়াতে হবে। গত লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৪ টি বিধানসভার মধ্যে ১৩টিতে হেরে যায় রাজ্যের শাসক দল। তমলুক লোকসভা আসনটিতে বিজেপির জয় এবং একাধিক ইস্যুতে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ সামনে এসেছে। এবার পরিসংখ্যান ও তথ্য তুলে ধরে দলীয় নেতাদের কী নির্দেশ দেন অভিষেক তা জানার আগ্রহ থাকছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনার বারাসত কেন্দ্র নিয়েও নানা অভিযোগ পৌঁছেছে শাসকদলের শীর্ষ নেতৃত্বের কাছে। বিধানসভা নির্বাচনের আগে এই কেন্দ্র নিয়ে কি কোনও বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন অভিষেক, আজকের বৈঠকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version