Tuesday, November 4, 2025

বাংলার বকুলতলায় বিদ্যা, সুখবর শেয়ার বলিউডি ‘পরিণীতা’র

Date:

বলিউড (Bollywood) থেকে সোজা ‘বকুলতলায় ভিড়’ জমালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। ব্যাপারটা কী? টলিউডে (Tollywood) কামব্যাক নাকি নতুন সিনেমার প্রমোশন? দুটোর কোনটাই নয়। আসলে জন্মসূত্রে না হলেও মনে প্রাণে পুরোদস্তুর বাঙালিয়ানার মেজাজ নিয়ে চলা ‘কাহানি’ অভিনেত্রী এবার জুড়ে গেলেন বাঙালি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সঙ্গে। তবে সিনেমা নয় এ মিশে যাওয়া গানে গানে, এক কথায় যাকে বলে সং কানেকশন! অপ্রত্যাশিত যুগলবন্দির নেপথ্যে ‘মেলার গান’ (Melar Gaan)।

অভিনেতা-পরিচালক-গায়ক অনির্বাণ ভট্টাচার্যের ‘হুলিগানিজম’-এর প্রথম গান ‘আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা…’ সোশ্যাল মিডিয়ার রিলের বন্যা বইয়ে দিয়েছে। এবার সেই তালিকায় নিজের নাম তুলে ফেললেন বিদ্যা (Vidya Balan)। তবে সেটা কোনও মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ বা বিজ্ঞাপনের প্রচারের জন্য নয়। হালকা গোলাপি সালোয়ার স্যুট, কপালে ছোট্ট লাল টিপ, ঠোঁটে লিপস্টিক আর কানে ঝুমকো পরে ‘মেলার গান’ এ লিপ দিয়ে এক সুখবর দিয়েছেন অভিনেত্রী। বিদ্যার (Vidya Balan) প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার সঙ্গেই যে রয়েছে বাঙালি যোগ। তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৯১৪ সালের বাংলা উপন্যাস অবলম্বনে বিধু বিনোদ চোপড়া প্রযোজিত প্রদীপ সরকার পরিচালিত ‘পরিণীতা’ (Parineeta) মুক্তির কুড়ি বছর পূর্তি উপলক্ষে সিনেমার রি-রিলিজ বেজায় খুশি নায়িকা। অনির্বাণের গানের তালে তাল মিলিয়ে ভিডিও পোস্ট করার পাশাপাশি তিনি লেখেন, ‘আজ পুরো বাঙালি মেজাজে রয়েছি। কারণ আমার প্রথম হিন্দি ছবি ‘পরিণীতা’ আগামী ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে। আজ তার প্রিমিয়ার।’ এর আগে স্পষ্ট বাংলা উচ্চারণে রাজেশ শর্মার সঙ্গে ‘আবোল তাবোল’ পাঠ করেছিলেন বিদ্যা বালান। এক লহমায় নিজের অবাঙালি সত্তাকে ভুলিয়ে দিয়েছিলেন অনুরাগীদের ভাবনা থেকে। এবার মেলার গানেও মন জিতলেন বলিউডের ‘পরিণীতা’।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version