Tuesday, August 19, 2025

শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) মিথ্যাবাদী? তাকে যা বলতে বলা হয়েছে, সে সেটাই বলছে? বলেন কি বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)? ক্রমশ সীমা আর স্পর্ধা ছাড়াচ্ছেন কুখ্যাত ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর পরিচালক।

ছবিটি নিয়ে শাশ্বত কী বলেছিলেন? একটি সর্বভারতীয় দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে শাশ্বত বলেন, শুটিং শুরু হওয়ার সময় ছবির নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’। কিন্তু আমার চরিত্রের শুটিং শেষ হওয়ার পর জানতে পারি ছবির নাম বদলে হচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। সমস্যা হচ্ছে পরিচালক পুরো গল্পটা অনেক ক্ষেত্রেই বলেন না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমাকে যতটুকু বলা হয়েছিল ততটুকুই জানতাম, অভিনয়ও ততটুকুই করি।

মিথ্যচারের হাঁড়ি ফাটিয়ে দেওয়ার পরেই শাশ্বতকে মিথ্যাবাদী প্রমাণ করতে নেমে পড়েছেন পরিচালক। পালটা মিডিয়াকে বলেছেন, বাংলার মাটিতে ওকে যা বলতে বলা হয়েছে, ও সেটাই বলেছে। শাশ্বত দেশের অন্যতম সেরা অভিনেতা। অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পাবে! ছবিতে শাশ্বত মুর্শিদাবাদের বিধায়ক। ছবির পটভূমিকা বাংলা। বিবেকের দাবি, পোস্টার লঞ্চের ছবি সব অভিনেতাকেই পাঠানো হয়েছিল। পোস্টারে ছবির নাম হয়েছিল ‘দ্য বেঙ্গল ফাইলস’। এখন কেউ যদি জানত না বলে, তাহলে আর কী বলব! বাংলার মাটিতে শাশ্বতকে যা বলতে হয়েছে, তাই সে বলেছে।

বিবেকবান বিবেক মিথ্যাচার করতে গিয়ে আসল কথাগুলো বলে ফেলেছেন। পরিস্কার হয়ে গিয়েছে চিত্রনাট্য। প্রশ্ন

১. একটা চিত্রনাট্য লেখা রয়েছে দিল্লি ফাইলস হিসেবে। অর্থাৎ, চরিত্র, জায়গা, বিষয় সবই সেভাবে লেখা। সেটা রাতারাতি পালটে যায় কীভাবে? কারা পাল্টাতে বলল? কোন উৎকোচ হাতে পাওয়ার পর স্ক্রিপ্ট বদলে গেল? কোনও সুস্থ পরিচালক এটা করতে পারেন? এটা তখনই হয়, যখন ছবির আড়ালে অন্য কোনও অসৎ উদ্দেশ্য থাকে।

২. আপনি বলছেন, শাশ্বত দারুন অভিনয় করেছেন। বিবেক আপনি জেনে রাখুন, উনি এই সময়ে দেশের সেরা অভিনেতাদের একজন। কিন্তু একটা কথা পরিস্কার হল না। আপনি বলছেন, এত ভাল অভিনয় করেছেন শাশ্বত যে, জাতীয় পুরস্কার পাবেন! ছবি বাজারে আসার আগেই আপনি জেনে গেলেন আপনার চলচ্চিত্র জাতীয় পুরস্কার পাবে? আপনিই তো পরিস্কার করে বুঝিয়ে দিয়েছেন, ঠিক কোন কোন শর্তে দিল্লি ফাইলস হয়ে যায় বেঙ্গল ফাইলস! দিল্লির প্রভুদের তাঁবেদারি করার জন্য জাতীয় পুরস্কারও নিশ্চিত করে ফেলেছেন! তাঁবেদারি করলে বিবেক এটুকু তো প্রাপ্যই, তাই না!জাতীয় পুরস্কারকে ছোট করেছেন। আর কী কী করলে জাতীয় পুরস্কার কনফার্ম করা যায়, সেটাও আপনার কথায় স্পষ্ট।

৩. আপনি বলছেন, শাশ্বতকে বলানো হয়েছে। কে বলিয়েছে? বাংলার সরকারের কথা বলছেন? নির্বোধের মতো কথা। বিবেক, আপনি যখন কলকাতায় বসে টিজারের নাটক করছেন, শাশ্বত তখন রাজ্যের বাইরে, শুটিংয়ে। দিল্লিতে একটি অনুষ্ঠানে সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন। বিবেক, আপনিই তো স্বীকার করেছেন, দিল্লি ফাইলস বেঙ্গল ফাইলস হয়ে গিয়েছে। আপনি যে মিথ্যা বলে অভিনেতাদের শুটিং করিয়েছিলেন, সেটা ফাঁস করে দিয়েছেন শাশ্বত। তাতে আপনাকে পোস্টার পাঠানোর গল্প বলতে হয়েছে। আর তাকে দিয়ে বলানোর গল্প বানাতে হয়েছে। বিবেক, আপনি বিজেপির স্ক্রিপ্টে কাজ করছেন বলে আর একজনকে সেইরকমই ভাবলেন? জেনে রাখুন শাশ্বতকে বাংলার কোনও রাজনীতিবিদ কিছু বলেননি। কিন্তু আপনার এই অভিযোগগুলোও যে বিজেপির সাজিয়ে দেওয়া, তা স্পষ্ট। নইলে আপনার টিজার বিজেপির পার্টি অফিসে মুক্তি পায়! নাচতে নেমে ঘোমটা টানছেন কেন?

 

Related articles

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...

স্কুলে গুলির আতঙ্ক! শিক্ষকের উপর হামলার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রের

নজিরবিহীন ঘটনা ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার চোরেশ্বর হাইস্কুলে। ক্লাসে দুষ্টুমি করায় শিক্ষকের কাছে চড় খেয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে...

মধ্যমগ্রাম বিস্ফোরণে পরকীয়া-যোগ! প্রেমিকার স্বামীকে খুনের ছক কষেছিল সচ্চিদানন্দ

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বয়েজ স্কুল সংলগ্ন ‘রবীন্দ্র মুক্ত মঞ্চ’ এলাকায় প্রবল বিস্ফোরণের (explotion in Madhyamgram) ঘটনায় ব্যবহার...

শ্রমিকদের সামাজিক সুরক্ষায় ডিজিটাল রূপান্তরের পথে রাজ্য

রাজ্যের শ্রমজীবীদের জন্য বিনা মূল্যে চালু থাকা সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প এবার নতুন রূপ পেতে চলেছে। আরও আধুনিক...
Exit mobile version