সুরাওয়ার্দি তখন মুখ্যমন্ত্রী। সংস্কৃতিপ্রেমী মানুষ হরেন ঘোষের অফিস যে বাড়িতে ছিল, সেই পাড়ায় এক বাঈজির বাড়ি যেতেন সুরাওয়ার্দি (Huseyn Shaheed Suhrawardy)। সেখানেই সুরাওয়ার্দি (Huseyn Shaheed Suhrawardy) একদিন বৈঠক করেন। একটি চিরকুটে গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়। সুরাওয়ার্দি সেই চিরকুট ফেলে যান। বাঈজি সেটি ময়লার বাক্সে ফেলেন। তুলে নেন হরেন ঘোষ। তাতেই ছিল দেশভাগের নীল নক্সা (Blue Print)।

কাপুরুষের মতো পালালাম:
“ওয়েলিংটন স্কোয়ার। লোডেড পিস্তল নিয়ে আমি সেখানে। গন্ডগোল করতে বারণ করলাম। ওরা ঘিরে নিল। গুলি চালাতে পারতাম। চালাইনি। আমি কাপুরুষের মতো পালিয়ে গেলাম।“

লক্ষ্য রাখুন বিশ্ববাংলা সংবাদ-এ

–

–

–

–

–

–

–
