Saturday, November 1, 2025

নিখোঁজ থাকার পরে আনন্দপুরের খালে মিলল যুগলের দেহ! কারণ নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা

Date:

স্কুটার (Scooter) চালানো শেখাতে গিয়ে যুগলের মধ্যে ঝগড়া। প্রেমিকাকে খালে ঠেলে ফেলে বেপাত্তা তরুণ। মঙ্গলবার, সকালের এই খবরই উল্টে গেল দুপুরের পরে প্রথমে প্রেমিক ও পরে তরুণীর দেহ আনন্দপুরের খাল থেকে উদ্ধার হওয়ায়। খুন, আত্মহত্যা না কি নিছক দুর্ঘটনা- কারণ নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা।

সোমবার রাতে স্কুটার (Scooter) চালানো শিখতে গিয়ে নিখোঁজ হন রনিতা বৈদ্য (Ranita Boidya) ও রোহিত আগরওয়াল (Rohit Agarwal)। তরুণীর পরিবারের অভিযোগ ছিল, স্কুটার শিখতে গিয়ে রনিতার সঙ্গে ঝামেলা হওয়ায় তাঁকে খালের জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উধাও হয়ে গিয়েছেন প্রেমিক রোহিত। সোমবার মধ্যরাত থেকে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। তরুণী আনন্দপুর এলাকার পঞ্চান্নগ্রামের বাসিন্দা। স্কুটি ও মোবাইল উদ্ধার করে পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি যুগলের।

মঙ্গলবার বেলা বাড়াতেই সেই প্রেমিক যাঁকে তরুণীর পরিবার অভিযুক্ত হিসেবে চিহ্নিত তাঁর দেহ মেলে খালের জলে। তার কিছুক্ষণ পরে খাল থেকে উদ্ধার হয় রনিতার দেহ। জোড়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রনিতাকে পরিবারে তরফে স্কুটি কিনে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, গতকাল রাতে যুগলের ঝগড়ার আওয়াজ শোনেন তাঁরা। রনিতা খালের ধারে চলে যান। সেখানে পরে যান রোহিতও। কিন্তু পরে সেখানে গেলে তাঁদের কাউকেই দেখা যায়নি। খালের ধার থেকে স্কুটার ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এখন প্রশ্ন উঠছে, এটা খুন, আত্মহত্যা, নাকি খুন করে আত্মহত্যা না কি দুর্ঘটনা! এখন ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...
Exit mobile version