সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে সবুজ চুড়িদার, গালে পান, চোখে আগুন। সামনে এক দম্পতি। তাঁদের দিকে আঙুল তুলে অভিনেত্রীর অভিযোগ—ছ’মাস আগে টাকা ধার নিয়েছিলে, আজও ফেরত দাওনি! মুহূর্তে জমে গেল ভিড়, শুরু হল একেবারে ফিল্মি কাণ্ডকারখানা।

কাঞ্চনার সেই রণচণ্ডী রূপ দেখে অবাক সকলে। দর্শকরা কেউ ভিডিও করছেন, কেউ থমকে দাঁড়িয়ে মজা নিচ্ছেন। তবে অভিনেত্রী মেজাজে আরও গরম। ভিড়ের দিকে তাকিয়ে সোজা ধমক—ভিডিয়ো বন্ধ করুন! এতেই আরও সরগরম হয়ে উঠল স্টেশন চত্বর। ভিডিয়ো এখন ঘুরছে নেটপাড়ায়। কিন্তু রহস্য এখানেই। অভিনেত্রীর এই চেহারা দেখে বিস্মিত অনেকে। তবে ভিডিয়োতে কাঞ্চনার মুখ থেকে বারবার অন্য এক নাম শোনা যাচ্ছে। ফলে জল্পনা ছড়িয়েছে—আসলে কি এ সবই কোনও সিনেমার দৃশ্য? শিল্পমহলের জল্পনা, এ আসলে আসন্ন ছবির প্রচারেরই অংশ। যদিও কাঞ্চনা মুখে কুলুপ এঁটেছেন। তবে শোনা যাচ্ছে, শিগগিরিই নতুন কাজের ঘোষণা করতে পারেন তিনি।

আরও পড়ুন- সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

_

_

_

_

_

_

_

_