Monday, November 3, 2025

রাষ্ট্রপতির সম্মতির পরই আইনে পরিণত হল জাতীয় ক্রীড়া বিল

Date:

অবশেষে আইনে পরিণত হল জাতীয় ক্রীড়া বিল। গত সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Droupadi Murmu) জাতীয় ক্রীড়া বিলে (National Sports Bill) সই করার পরই সরকারীভাবে আইনে পরিণত হল এই ক্রীড়া বিল। এই নতুন আইন যে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো থেকে বিভিন্ন জায়গাতেই উন্নতি সাধনে অনেক বেশি সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। এই আইনের আওতায় অন্যান্য সংস্থাদের সঙ্গে শর্ত সাপেক্ষে বিসিসিআইও (BCCI) থাকবে।

দীর্ঘ দিন ধরেই এই বিল (National Sports Bill) নিয়ে একটা চর্চা চলছিল। অবশেষে এই বছরই সেই বিল পেশ করা হয়। কয়েকদিন আগেই লোকসভায় এই বিল পেশ করা হয়েছিল। নানান আলোচনার পরই লোকসভায় প্রথমে সেই বিল পাশ হয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পরই রাজ্য সভাতেও সেই বিল পেশ করা হয় এবং পাশ হয়ে যায়। এরপর অপেক্ষা ছিল সেই বিল আইনে পরিণত হওয়ার। অবশেষে রাষ্ট্রপতির সইয়ের পরই জতীয় ক্রীড়া বিল আইনে পরিণত হল।

এই আইনে ক্রীড়া পরিকাঠামোতে বহু পরিবর্তন আনা হচ্ছে। যেমন অ্যাথলিটদের ভোটাধিকার দেওয়া হচ্ছে। তেমনই আবার মহিলা অ্যাথলিটদের সুরক্ষার বিষয়েও বিশেষ ব্যবস্থা থাকছে। এছাড়াও তৈরি হচ্ছে অ্যাপিলেট স্পোর্টস ট্রাইবুনাল। সেখানেই নিস্পত্তি হবে সমস্ত ক্রীড়া সম্পর্কিত মামলা।

এই বিলের আওতায় শুরুর দিকে আসতে রাজি না থাকলেও অবশেষে বিসিসিআইও এসেছে তার আওতায়। সেখানেই তবে শর্তসাপেক্ষেই সেখানে এসেছে বোর্ড। কোনওরকম আরটিআই করা যাবে না এই স্বয়ংশাসিত সংস্থার জন্য। এই ক্রীড়া আইন যে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version