শ্রমিকদের সামাজিক সুরক্ষায় ডিজিটাল রূপান্তরের পথে রাজ্য

Date:

Share post:

রাজ্যের শ্রমজীবীদের জন্য বিনা মূল্যে চালু থাকা সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প এবার নতুন রূপ পেতে চলেছে। আরও আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে শ্রম দফতর ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে। অবসরভাতা বিলি থেকে শুরু করে আর্থিক লেনদেন ও কল্যাণমূলক পরিষেবা দ্রুত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে তৈরি হচ্ছে নতুন ই-সার্ভিসেস মডিউল। ইতিমধ্যেই আগ্রহী সংস্থাকে যুক্ত করতে দরপত্র ডেকেছে সরকার।

সবচেয়ে বেশি উপকৃত হবেন অসংগঠিত শ্রমিকরা, বিশেষ করে বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স এবং পশ্চিমবঙ্গ পরিবহন শ্রমিক সমাজিক সুরক্ষা যোজনার আওতাধীনরা। নতুন প্ল্যাটফর্মে পেনশন ব্যবস্থাপনার জন্য আলাদা মডিউল থাকবে। পেনশন বন্ধ হওয়া বা পুনরায় চালু হওয়া, নমিনি পরিবর্তন কিংবা জটিল মামলার নিষ্পত্তি—সবই মিলবে রিয়েল-টাইম পরিষেবা হিসেবে। শ্রমিক পরিবারের সদস্যদের জন্য পেনশনের সুবিধাও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আর্থিক খাতের ত্রুটি মেটাতে যুক্ত হচ্ছে ক্রেডিট ও ডেবিট অ্যাডজাস্টমেন্ট টুল, যা প্রভিডেন্ট ফান্ড-সহ অন্যান্য খাতের রেকর্ড সংশোধনে সাহায্য করবে। প্রতিটি প্রকল্প ও জেলার বরাদ্দের হিসেব রাখতে স্বয়ংক্রিয় রেজিস্টার চালু হবে, ফলে আর্থিক স্বচ্ছতাও বাড়বে। সুবিধাভোগীদের জন্য আসছে একটি বেনিফিসিয়ারি ড্যাশবোর্ড, যা মোবাইল, ট্যাব বা ডেস্কটপ—সব মাধ্যমেই সহজলভ্য। এখানে ভর্তির তথ্য, নবীকরণ ও দাবি নিষ্পত্তির অবস্থা রিয়েল-টাইমে জানা যাবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেমেন্ট গেটওয়ে। এর মাধ্যমে একসঙ্গে বিপুল অর্থ প্রদান কিংবা পৃথক দাবি নিষ্পত্তি দ্রুত ও নিরাপদে করা যাবে। বিশেষ ব্যবস্থায় দৃষ্টিহীন ও শারীরিকভাবে অক্ষম শ্রমিকরাও নির্বিঘ্নে পরিষেবা ব্যবহার করতে পারবেন। পুরনো সিস্টেমের তথ্য নিরাপদে স্থানান্তর করা হবে নতুন প্ল্যাটফর্মে, যাতে বিদ্যমান সুবিধাভোগীরাও কোনও সমস্যায় না পড়েন। শ্রম দফতরের এক আধিকারিক বলেন, এই পদক্ষেপ রাজ্যের সামাজিক সুরক্ষা যোজনাকে প্রযুক্তির সহায়তায় এক নতুন স্তরে নিয়ে যাবে, যেখানে শ্রমিকরা তাদের প্রাপ্য সুবিধা পাবেন আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছভাবে।

আরও পড়ুন- এসএসসি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি রাজ্যের, বৈঠকে মুখ্যসচিব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দেবী দুর্গার বিদায়ের পরেই আলিপুরদুয়ারে শুরু ভান্ডানি মায়ের আরাধনা

দেবী দুর্গা চলেছেন কৈলাসের পথে। বঙ্গে এখন বিষাদের সুর। তার মধ্যেই আলিপুরদুয়ারে ফের নতুন করে বোধনের সুর। শুক্রবার...

কর্তব্যরত অবস্থায় মদ্যপ ট্রাফিক ইন্সপেক্টর, শ্রীরামপুরের ভিডিও ভাইরাল হতেই উর্দিধারীকে ক্লোজ পুলিশের

শ্রীরামপুরের (Srirampore) রাস্তায় দশমীর রাতে মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন ট্রাফিক ইন্সপেক্টর। তিনি এতটাই মত্ত যে কর্তব্যরত অবস্থায় ঠিকমতো...

ফের না জানিয়ে জল ছাড়ায় DVC-কে তীব্র আক্রমণ মমতার, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার ডাক

রাজ্যজুড়ে লাগাতার বৃষ্টি তার মধ্যে বাঙালির দুর্গোৎসব সবে শেষ হল। এখনো বেশিরভাগ জায়গায় প্রতিমা নিরঞ্জন হয়নি। এই পরিস্থিতিতে...

নিবিড় জনসংযোগে জোর, ব্লকে ব্লকে রবিবার বিজয়া সম্মিলনী তৃণমূলের

বরাবরই নিবিড় জনসংযোগের উপর জোর দেন তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই রীতিকেই সামনে রেখেই...