Wednesday, August 20, 2025

বলিউড (Bollywood) থেকে সোজা ‘বকুলতলায় ভিড়’ জমালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। ব্যাপারটা কী? টলিউডে (Tollywood) কামব্যাক নাকি নতুন সিনেমার প্রমোশন? দুটোর কোনটাই নয়। আসলে জন্মসূত্রে না হলেও মনে প্রাণে পুরোদস্তুর বাঙালিয়ানার মেজাজ নিয়ে চলা ‘কাহানি’ অভিনেত্রী এবার জুড়ে গেলেন বাঙালি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সঙ্গে। তবে সিনেমা নয় এ মিশে যাওয়া গানে গানে, এক কথায় যাকে বলে সং কানেকশন! অপ্রত্যাশিত যুগলবন্দির নেপথ্যে ‘মেলার গান’ (Melar Gaan)।

অভিনেতা-পরিচালক-গায়ক অনির্বাণ ভট্টাচার্যের ‘হুলিগানিজম’-এর প্রথম গান ‘আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা…’ সোশ্যাল মিডিয়ার রিলের বন্যা বইয়ে দিয়েছে। এবার সেই তালিকায় নিজের নাম তুলে ফেললেন বিদ্যা (Vidya Balan)। তবে সেটা কোনও মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ বা বিজ্ঞাপনের প্রচারের জন্য নয়। হালকা গোলাপি সালোয়ার স্যুট, কপালে ছোট্ট লাল টিপ, ঠোঁটে লিপস্টিক আর কানে ঝুমকো পরে ‘মেলার গান’ এ লিপ দিয়ে এক সুখবর দিয়েছেন অভিনেত্রী। বিদ্যার (Vidya Balan) প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার সঙ্গেই যে রয়েছে বাঙালি যোগ। তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৯১৪ সালের বাংলা উপন্যাস অবলম্বনে বিধু বিনোদ চোপড়া প্রযোজিত প্রদীপ সরকার পরিচালিত ‘পরিণীতা’ (Parineeta) মুক্তির কুড়ি বছর পূর্তি উপলক্ষে সিনেমার রি-রিলিজ বেজায় খুশি নায়িকা। অনির্বাণের গানের তালে তাল মিলিয়ে ভিডিও পোস্ট করার পাশাপাশি তিনি লেখেন, ‘আজ পুরো বাঙালি মেজাজে রয়েছি। কারণ আমার প্রথম হিন্দি ছবি ‘পরিণীতা’ আগামী ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে। আজ তার প্রিমিয়ার।’ এর আগে স্পষ্ট বাংলা উচ্চারণে রাজেশ শর্মার সঙ্গে ‘আবোল তাবোল’ পাঠ করেছিলেন বিদ্যা বালান। এক লহমায় নিজের অবাঙালি সত্তাকে ভুলিয়ে দিয়েছিলেন অনুরাগীদের ভাবনা থেকে। এবার মেলার গানেও মন জিতলেন বলিউডের ‘পরিণীতা’।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version