জলে ডুবিয়ে শেষ হল প্রেমের কাহিনী! স্কুটি শিখতে গিয়ে বান্ধবীর (রনিতা বৈদ্য) সঙ্গে ঝামেলা হওয়ায় তাঁকে ধাক্কা দিয়ে খালের জলে ফেলে দিয়ে উধাও প্রেমিক (রোহিত আগারওয়াল), এমনটাই অভিযোগ। আনন্দপুর থানার (Anandapur Police Station) চিনা মন্দির এলাকার ঘটনায় সোমবার মধ্যরাত থেকে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। নিখোঁজ প্রেমিক-প্রেমিকা দুজনেই। তরুণী আনন্দপুর এলাকার পঞ্চান্নগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্কুটি ও মোবাইল উদ্ধার পুলিশের।

–

–

–

–

–

–

–

–

–
