Friday, November 14, 2025

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

Date:

Share post:

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। শুক্রবার, দমদমের সভা রয়েছে মোদির। কিন্তু সেই সভায় ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি। এই নিয়ে ৩বার তাঁকে ব্রাত্যই রাখা হল প্রধানমন্ত্রীর সভায়।

বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। দমদমে শুক্রবার সভা তাঁর। কিন্তু এবারের সভাতেও ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি। এর আগেও প্রধানমন্ত্রীর সভায় ডাক পাননি দিলীপ। গত ১৮ জুলাই দুর্গাপুরে সভা করেন প্রধানমন্ত্রী। সেই সভায় দিলীপ ডাক পাবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়। কারণ, এর আগের অনেক সভায় ডাক পাননি তিনি। এমনকী, নয়া রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণের দিনেও তিনি ছিলেন ব্রাত্য। তবে, পরে গিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন দিলীপ (Dilip Ghosh)। তার পরেই না কি দিলীপের কাছে পৌঁছে গিয়েছিল দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রণ। শোনা যায়, ১৭ জুলাই রাতেই দুর্গাপুর পৌঁছে যাবেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি। পরে জানা যায়, আনুষ্ঠানিকভাবে নয়, স্থানীয় কর্মীরাই দুর্গাপুরে মোদির সভায় ডেকে ছিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতিকে। কিন্তু সেই সভায় শেষ পর্যন্ত যাননি অভিমানী দিলীপ। রাজ্য নেতৃত্বই না কি নিষেধ করেছেন! সেই সময় দিল্লিতে ডাক পড়ে দিলীপের।

গত লোকসভা নির্বাচনে নিজের জেতা আসন থেকে সরিয়ে যেখানে দিলীপকে দুর্গাপুরে পাঠিয়েছিলেন বিজেপির দলবদলু মাতব্বরা। শেষ মুহুর্তে ২০২৪-এর লোকসভায় বর্ধমান-দুর্গাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারেননি দিলীপ। আর তার পরেই কার্যত একঘরে হয়ে পড়েন তিনি। বিধায়ক, সাংসদ সব পদ তো যায়ই, হারান সাংগঠিক পদও। এর পরে অনেক জাতীয় নেতৃত্ব বঙ্গ সফরে এসেছেন। কিন্তু তাঁদের ঘিরে থাকা বৃত্তে স্থান হয়নি দিলীপে। সম্প্রতি রাজধানীতে দাঁড়িয়ে দিলীপ নিজে জানিয়েছেন, বিজেপির বৈঠকে তাঁকে চেয়ারটাও দিত না কেউ। তবে শমীক রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই বদলাতে থাকে প্রাক্তন রাজ্য সভাপতির অবস্থান। কিন্তু মোদির সভায় আনুষ্ঠানিক আমন্ত্রণ না পাওয়ায়, তাহলে কি এখনও শমীক নব্য বিজেপিদের চাপে দিলীপের পাশে সেভাবে দাঁড়াচ্ছেন না! নয়া রাজ্য সভাপতির কাছে দিলীপ অনুগামীদের প্রশ্ন, কেন দিলীপের উপর এই নিষেধাজ্ঞা? কবে উঠবে সেটা?

তবে, এবার আর এই বিষয় নিয়ে কোনও টানাপোড়েন চাইছেন না দিলীপ। দলকে অস্বস্তিতে না ফেলার জন্য ওই দিন অন্য জেলায় সাংগঠনিক কাজে থাকবেন বিজেপি নেতা। সম্প্রতি বিজেপির জেলা কমিটি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার, রাজ্য কমিটি ঘোষিত হবে। এখন সেই কমিটিতে দিলীপের ঠাঁই হয় কি না সেটাই দেখার।
আরও খবর: বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

spot_img

Related articles

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড়...

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...