Friday, November 14, 2025

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

Date:

Share post:

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর, বুধবার সন্ধে সোয়া ৬টা নাগাদ হঠাৎই একটি হাতির দল নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝামাঝি এলাকায় ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের (Express) সামনে চলে আসে। লোকো পাইলটের তৎপরতায় হাতির (Elephant) দলটি নির্বিঘ্নে লাইন পার হয়ে যায়।

রেল সূত্রে খবর, সন্ধে প্রায় ৬টা ১৭ মিনিট নাগাদ নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝামাঝি এলাকায় ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস চলাচলের সময় লাইনের ওপর হঠাৎই একটি হাতির দলকে দেখতে পান লোকো পাইলট অরুণকুমার সিং (LP) এবং সহকারী লোকো পাইলট এসজি মহান্ত (ALP)। মুহূর্তের সিদ্ধান্তে জরুরি ব্রেক প্রয়োগ করে ট্রেন নিয়ন্ত্রণে আনেন। ফলে যাত্রীবোঝাই ট্রেনটি ঠিক সময়ে থেমে যায়। হাতির (Elephant)  দলটি নির্বিঘ্নে লাইন পার হয়ে যায়।

এই ঘটনায় কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ঘটনার পর যাত্রীরা চালক ও সহকারী চালকের উপস্থিত বুদ্ধি ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেছেন।

উত্তরবঙ্গের ডুয়ার্স ও তার আশপাশের বনাঞ্চল হাতির করিডর হিসেবে পরিচিত। প্রতি বছরই এই অঞ্চলে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর একাধিক ঘটনা সামনে আসে। রেল কর্তৃপক্ষ ও বনদপ্তর যৌথভাবে হাতি করিডর এলাকায় ‘কশন সাইনবোর্ড’, স্পিড রেস্ট্রিকশন এবং পেট্রোলিং চালু করলেও মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। তবে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এই ঘটনায় রেলকর্মীদের তৎপরতায় একটি বড় দুর্ঘটনা এড়ানো গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...