ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ ৯৫ জন ISF সমর্থককে জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। ধর্মতলার বিক্ষোভ থেকে তাঁদের গ্রেফতার করে হেয়ার স্ট্রিট এবং বৌবাজার থানার পুলিশ।
ওয়াকফ সংশোধনী আইন, ওবিসি সংরক্ষণ-সহ বেশ কিছু দাবিতে ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল ISF মদতপুষ্ট ‘কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম’ নামে একটি সংগঠন। পুলিশের অনুমতি ছাড়াই নওশাদের নেতৃত্বে কলকাতা মেট্রো চ্যানেলের কাছে ধর্নায় বসার চেষ্টা করে তারা। ত্রিপল টাঙানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশকে বাধা দেন আইএসএফ কর্মী-সমথর্করা। সেই আইএসএফ বিধায়ককে তুলে নিয়ে যায় পুলিশ।
এদিন জামিন পাওয়ার পরে নওশাদ বলেন, “এই লড়াই চলবে। জনগণ লড়াই করবে। এই লড়াই এখন সবে শুরু হয়েছে। জেলে আমাদের আটকে রাখতে পারবে না।“
–
–
–
–
–
–
–
–