২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

Date:

Share post:

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও BIS-সার্টিফায়েড পণ্যের মাধ্যমে তারা যাত্রী, শিশু ও পেশাদার রাইডারদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে চায়। সড়ক নিরাপত্তায় অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে, কলকাতায় নিরাপদ গতিশীলতার প্রতি মানুষের আস্থা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ প্যারাসেফ।

পূর্ব ভারতে সম্প্রসারণের অংশ হিসেবে প্যারাসেফ একটি সর্বাঙ্গিন সড়ক নিরাপত্তা প্রচার চালু করেছে। প্যারাসেফ বিশ্বাস করে – ‘নিরাপত্তা কোনো বিশেষাধিকারের নয়, বরং এটি একটি অধিকার’। কলকাতা প্যারাসেফ-এর সারাদেশব্যাপী যাত্রার একটি প্রধান কেন্দ্র হিসেবে উঠে আসছে, লক্ষ্য হল গতিশীলতার নিরাপত্তা-স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। কারণ, স্বাধীনতার অর্থ শুধু চলাচলের সুযোগ নয়, বরং ভয়হীনভাবে চলাচল করার অধিকার।

উদ্বোধন উপলক্ষে প্যারাসেফ-এর সিইও রাজেশ পোদ্দার বলেন, ‘এই বাজার সম্প্রসারণ আমাদের জন্য শুধুমাত্র একটি মাইলফলক নয়, এটি প্যারাসেফ-এর সড়ক নিরাপত্তা নিয়ে অঙ্গীকার এবং এক বিপ্লব আনার লক্ষ্যকে আরও জোরালোভাবে তুলে ধরে।’

আরও পড়ুন: পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

২০৩০ সালের আগে প্যারাসেফ সড়ক দুর্ঘটনায় আহত এবং মৃত্যুর সংখ্যা ৫০% কমানোর লক্ষ্যে কাজ করছে, যা ভারত সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রতিষ্ঠানটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও-সহ বিভিন্ন পথচারীদের কাছে পৌঁছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক নিরাপত্তা বাড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং নিরাপদ সড়কের জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করছে।

spot_img

Related articles

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...

হিমালয়ের জলে তৈরি ভদকা: উৎসবের মরশুমে বাড়ছে চাহিদা

সোমরস থেকে মদিরা। ভারতের পৌরাণিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে সুরার কাহিনী। তবে বিদেশী সুরার চাপে বহু যুগ পথভ্রষ্ট দেশীয়...

দুর্গাপুজোয় কলকাতা পুলিশের ভূমিকা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো

শুভদীপ চক্রবর্তী, অফিসার ইন চার্জ, হোমিসাইড স্কোয়ার্ড, গোয়েন্দা বিভাগ, লালবাজারদিদা যখন বেঁচে ছিল তখন দুর্গাপুজোর আগে থেকেই একটু...

পুজোয় নিরাপত্তায় বাড়তি নজর, শহরজুড়ে লালবাজারের কড়া প্রস্তুতি

দুর্গোৎসবকে ঘিরে কলকাতার রাস্তায় ভিড় সামলাতে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে লালবাজার। ইতিমধ্যেই শহরের বিভিন্ন...