অঙ্কুশ হাজরার ‘গোবিন্দ দাঁত মাজে না’ আর কৌশানী মুখোপাধ্যায়ের ‘ডাকাতিয়া বাঁশি’র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা চিত্রনাট্যের প্রয়োজনে বিশেষ নাচের দৃশ্যায়ন যেন দর্শকের চাহিদার অবশ্যম্ভাবী অঙ্গ হয়ে গেছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় – নন্দিতা রায়ের (Shiboprasad Mukherjee & Nandita Roy) আগামীর ছবি রক্তবীজ ২-এও (Raktabeej 2) তাই এই ধরনের গান দেখার প্রত্যাশা বেড়েছে। পুজোয় ছবিমুক্তি হলেও ইতিমধ্যেই প্রথম গান সুপারহিট।

এবার শুক্রের সকালে ছবির দ্বিতীয় গান প্রকাশ্যে আনল প্রযোজনা সংস্থা। সবুজ রঙা স্বল্প পোশাকে বিস্ফোরকের ড্রাম ভেঙে বেরিয়ে এলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। ততক্ষণে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে চারপাশে। ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’ লিরিক্সে শ্রেষ্ঠা দাসের (Shrestha Das) কন্ঠে অভিনেত্রীর সাবলীল ঠোঁট মেলানো আর চোখ ধাঁধানো সাজে শরীরের হিল্লোল কিছুক্ষণের জন্য দর্শককে অন্যদিকে তাকাতে দেবে না। শিবু – নন্দিতা যে অনুপ্রবেশ ইস্যুকে এই গানের মাধ্যমে তুলে ধরলেন তা বলাই বাহুল্য। কিন্তু, চাহিদা মতো প্রত্যাশা পূরণ হল কি? যদিও এই নাচ যে শুধু ‘আইটেম ডান্স’ নয় সেটা দৃশ্যায়ন দেখেই বোঝা যায়। অনেকটা ‘রক্তবীজ’ সিনেমার ‘গোবিন্দর দাঁত মাজে না’ গানের দৃশ্যের মতোই মাঝপথেই চমক হিসেবে অ্যাকশন অবতারে হাজির হন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তবু প্রথমবার শুনে বা দেখেই এই গান খুব একটা মনে দাগ কাটতে পারল কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

এবারের দুর্গাপুজোয় নন্দিতা রায়- শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘রক্তবীজ টু’ ঘিরে উন্মাদনা আর প্রত্যাশার পারদ চড়ছে। প্রথম পর্বের মতো এবারও থাকছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও মিমি। নতুন সংযোজন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখোপাধ্যায় এবং সীমা বিশ্বাস। চমক দেওয়ার জন্য যে নুসরত থাকবেন সেটা জানা গেছিল। তাই তাঁর ডান্স নাম্বারের দিকে তাকিয়ে ছিলেন ফ্যানেরা। সিনেমার প্রয়োজন মতো রাজনীতি-অ্যাকশন-আবেগের বিস্ফোরণে ‘আইটেম বোম’ হতে যথাসাধ্য চেষ্টা করলেন অভিনেত্রী। এই গানকে ঘিরে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে নুসরত এক সাক্ষাৎকারে বলেন, ‘নাচ আমার সব সময় প্রিয়। শিবুদা আমার জন্মদিনে ফোন করে যখন এই গানের কথা বললেন, আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই। গানের লিরিক্সে যে অনুপ্রবেশের ইঙ্গিত, তা গভীর অর্থ বহন করে। জিনিয়া আর শিলাদার মেলবন্ধনে দারুণ সৃষ্টি হয়েছে।’ এই গানের দৃশ্যায়নে মূলত নুসরত এবং মিমিকেই দেখা গেছে। যদিও গানটা পুরোপুরি প্রথমজনের উপর নির্ভরশীল। নেটপাড়ায় ইতিমধ্যেই কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) ‘মটর কলাই গোল গোল ‘ গানের সঙ্গে তুলনা টানা শুরু হয়েছে। অনেকে আবার টেনে এনেছেন সুরজিতের গাওয়া ‘গোবিন্দ দাঁত মাজে না’ গানের উচ্ছ্বাসের কথাও। হয়তো সে দিক থেকে বিচার করলে এখনই নুসরতের এই ডান্স নাম্বারকে স্টার মার্কস দেওয়া যাবে না, তবে অনেকদিন পর দুই ‘বোনুয়া’কে এক সিনেমায় বা একই গানে দেখতে বেশ ভালোই লাগে। যতটা কাঠিন্য মিমির এক্সপ্রেশনে, ততটাই মোহময়ী নুসরত। এখন সিনেমায় এই গান কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটাই দেখার।

–

–

–

–

–

–

–