Saturday, August 23, 2025

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

Date:

Share post:

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা৷ এই তিথি থাকবে ২৩ অগাস্ট, শনিবার সকাল ১১.৩৫ পর্যন্ত৷ মন্দিরে লক্ষ লক্ষ ভক্তসমাগম।

কৌশিকী মা তারার (Maa Tara) রূপ
মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী (Devi Kaushiki) তারই আরেক রূপ। মার্কণ্ডেয় পুরাণ মতে, এক সময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ট ছিলেন। তখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন৷ তবে এই শান্তি বেশিদিন থাকে না। শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন। এরপর সকলে পার্বতীর শরণাপন্ন হলে, দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তাঁর ইচ্ছাশক্তি জাগ্রত করে, এক দেবীমূর্তির জন্ম দেন৷
দেবী কৌশিকী অযোনিসম্ভবা ছিলেন, সেই কারণে কৌশিকী দেবীই শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারও যোদ্ধা মাতৃকাকুল সৃষ্ট হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করে। এই ঘটনা ভাদ্র অমাবস্যায় ঘটে। তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya) নামে পরিচিত হয়। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্য়াপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। তন্ত্র ও শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ। অনেক কঠিন সাধনায় এই দিনে আশাতীত ফল মেলে বলে অনেকে মনে করেন।

সন্ধে ৭টা নাগাদ মাকে ডাকের সাজে সাজিয়ে সন্ধ্যারতি ও শীতল ভোগ নিবেদন করা হবে। গভীর রাতে মাকে খিচুড়ি, পোলাও, কারনবারি, পাঁঠার মাংস দিয়ে ভোগ দেওয়া হবে। রাত আড়াইটা নাগাদ দেবী আধঘণ্টার জন্য বিশ্রাম নেবেন। ভোর ৩টের সময় দেবীর স্নান ও শীতলভোগ নিবেদনের জন্য ফের গর্ভগৃহ খুলে দেওয়া হবে। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে শুক্রবার সারারাত তারাপীঠ মন্দির খোলা থাকবে। বেলা যত গড়িয়েছে, ততই ভিড় বেড়েছে।

এই তিথিকে ‘তারা রাত্রি’ও বলা হয় এবং এই উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ পর্যটক ও ভক্তের সমাগম হয়। তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থমাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হলো- ‘শক্তিপীঠ’ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনিটি। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের ‘শিবহীন’ যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন। স্বামীনিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয়নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন। সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান ‘শক্তিপীঠ’ নামে প্রসিদ্ধি লাভ করে। পশ্চিমবঙ্গেও এই রকম একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হলো কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন। কৌশিকী অমাবস্যার দিনে তারামাকে তন্ত্রমতে পুজো করা হয় এবং ভোগে থাকে আমিষ পদ।

ভোগে কী কী দেওয়া হয়
পোলাও
সাত রকম ভাজা
পোড়া মাছ (শোল, ইলিশ) এবং অন্যান্য পদ
দুপুরে দেবীকে দেওয়া হয়
অন্নভোগ যার মধ্যে ফ্রায়েড রাইস, সাদা ভাত, পোলাও, বিভিন্ন ধরনের ভাজা
পাঁচ রকমের তরকারি
মাছ
বলির পাঁঠার মাংস
শোলমাছ পোড়া
পাঁচ রকমের মিষ্টি
চাটনি
পায়েস

আজ মা তারাকে, আতপ চাল, নারকেল, ১০৮টি জবা ফুল, ঘিয়ের প্রদীপ ও ঘি নিবেদন করা হয় ৷ এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয় ৷ ফুলের সাজে সেজে ওঠেন মা তারা ৷

কৌশিকী অমাবস্যার তাৎপর্য :

* পুরাণ মতে এই তিথিতে দেবী পার্বতী ‘কৌশিকী’ রূপে আবির্ভূতা হয়ে শুম্ভ নিশুম্ভকে বধ করেন
* কৌশিকী অমাবস্যায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন, তাই এই তিথি ভগবান দর্শনের
* অশুভের বিনাশের শুভ শক্তির প্রকাশ ঘটে দিন
* কুশ সংগ্রহের কারণে একে কুশাগ্রহণী অমাবস্যাও বলা হয়
* কৌশিকী অমাবস্যার রাতে তন্ত্রসাধনায় খুলে যায় স্বর্গ নরকের দরজা
* এই তিথিতে পিতৃতর্পণ, শ্রাদ্ধ, গঙ্গাস্নান, ব্রাহ্মণ ভোজনের বিশেষ তাৎপর্য রয়েছে

কৌশিকী অমাবস্যা তিথি কতক্ষন থাকবে?

* বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা – শুক্রবার (২২ অগাস্ট) অমাবস্যা শুরু সকাল ১১ টা ৫৮ মিনিটে। ছাড়বে শনিবার ২৩ অগাস্ট সকাল ১১ টা ৩৭ মিনিটে

* গুপ্তপ্রেস পঞ্জিকা – শুক্রবার (২২ অগাস্ট) অমাবস্যা শুরু বেলা ১১ টা ৫৪ মিনিট ১৭ সেকেন্ডে। কৌশিকী অমাবস্যা তিথি শেষ হচ্ছে ২৩ অগাস্ট (শনিবার) দুপুর ১২ টা ২২ মিনিট ৪২ সেকেন্ডে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...