কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

Date:

Share post:

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে লড়াই করে সাংসদ হয়েছিলেন। বাংলার সরকারের একের পর এক সিদ্ধান্তকে আদালতে মামলা দায়ের করে রোখার চেষ্টা চালিয়েছে বিরোধীরা। তাতে একাধিক হাই কোর্টের (High Court) বিচারপতি যোগ্য সঙ্গত দিয়ে উন্নয়নের প্রক্রিয়াকে দেরি করিয়ে দিয়েছেন। এবার সেই ধরনের বিচারপতিদের বিরুদ্ধে প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)।

বিভিন্ন হাই কোর্টগুলিতে যেভাবে মামলা দীর্ঘায়িত হয় তাতে জনসাধারণের বিচার পাওয়ার উপর ভরসা হারাচ্ছে। আমরা বিচারের মন্দির বানিয়েছি, কিন্তু তার পথ সরু করে ফেলেছি। ফলে এক পক্ষের অভিযোগের ভিত্তিতে যেভাবে বিচার দেওয়া হচ্ছে তাতে বিচার ভারসাম্য হারাচ্ছে, মত সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তর।

বিহারের ভোটার তালিকা সংশোধনী সংক্রান্ত একাধিক মামলার বিচার চলছে বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। সেই সঙ্গে এর আগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক মামলার বিচার সুপ্রিম কোর্টে (Supreme Court) করেছেন বিচারপতি সূর্য কান্ত। এবার সেই বিচারপতির মুখে হাই কোর্টের বিচারপতিরদের কাজের প্রতি নিষ্ঠার সমালোচনা।

বিচারপতিদের কর্তব্য স্মরণ করিয়ে তিনি দাবি করেন, যে সব হাই কোর্টের বিচারপতিরা অক্লান্ত পরিশ্রম করছেন, তাঁদের প্রতি আমার সম্মান। তবে কিছু হাই কোর্টের (High Court) বিচারপতির কাজ অত্যন্ত হতাশাজনক। তাঁদের একবার স্মরণ করা উচিত তাঁদের পিছনে প্রতিদিন ঠিক কতটা নাগরিকের অর্থ ব্যয় হয়ে চলেছে।

আরও পড়ুন: স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, সেই সব বিচারপতিদের সক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু তাঁদের প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একবার নিজেদের প্রশ্ন করা উচিত প্রক্রিয়াকে কতটা সংশোধন করতে পারলেন।

spot_img

Related articles

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...

হিমালয়ের জলে তৈরি ভদকা: উৎসবের মরশুমে বাড়ছে চাহিদা

সোমরস থেকে মদিরা। ভারতের পৌরাণিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে সুরার কাহিনী। তবে বিদেশী সুরার চাপে বহু যুগ পথভ্রষ্ট দেশীয়...

তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ গেল ৩১ জনের, আহত বহু 

তামিলনাড়ুর করুরে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও মহিলা...

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের! তোপ বিরোধীদের

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের। ভোটার তালিকায় দুবার নাম থাকা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছিল...