Thursday, January 15, 2026

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

Date:

Share post:

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে লড়াই করে সাংসদ হয়েছিলেন। বাংলার সরকারের একের পর এক সিদ্ধান্তকে আদালতে মামলা দায়ের করে রোখার চেষ্টা চালিয়েছে বিরোধীরা। তাতে একাধিক হাই কোর্টের (High Court) বিচারপতি যোগ্য সঙ্গত দিয়ে উন্নয়নের প্রক্রিয়াকে দেরি করিয়ে দিয়েছেন। এবার সেই ধরনের বিচারপতিদের বিরুদ্ধে প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)।

বিভিন্ন হাই কোর্টগুলিতে যেভাবে মামলা দীর্ঘায়িত হয় তাতে জনসাধারণের বিচার পাওয়ার উপর ভরসা হারাচ্ছে। আমরা বিচারের মন্দির বানিয়েছি, কিন্তু তার পথ সরু করে ফেলেছি। ফলে এক পক্ষের অভিযোগের ভিত্তিতে যেভাবে বিচার দেওয়া হচ্ছে তাতে বিচার ভারসাম্য হারাচ্ছে, মত সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তর।

বিহারের ভোটার তালিকা সংশোধনী সংক্রান্ত একাধিক মামলার বিচার চলছে বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। সেই সঙ্গে এর আগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক মামলার বিচার সুপ্রিম কোর্টে (Supreme Court) করেছেন বিচারপতি সূর্য কান্ত। এবার সেই বিচারপতির মুখে হাই কোর্টের বিচারপতিরদের কাজের প্রতি নিষ্ঠার সমালোচনা।

বিচারপতিদের কর্তব্য স্মরণ করিয়ে তিনি দাবি করেন, যে সব হাই কোর্টের বিচারপতিরা অক্লান্ত পরিশ্রম করছেন, তাঁদের প্রতি আমার সম্মান। তবে কিছু হাই কোর্টের (High Court) বিচারপতির কাজ অত্যন্ত হতাশাজনক। তাঁদের একবার স্মরণ করা উচিত তাঁদের পিছনে প্রতিদিন ঠিক কতটা নাগরিকের অর্থ ব্যয় হয়ে চলেছে।

আরও পড়ুন: স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, সেই সব বিচারপতিদের সক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু তাঁদের প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একবার নিজেদের প্রশ্ন করা উচিত প্রক্রিয়াকে কতটা সংশোধন করতে পারলেন।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...