বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission), সেই চেষ্টাকে ব্যর্থ করে দিল দেশের শীর্ষ আদালত। বিহার এসআইআর-এর বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ডকেও গ্রহণ করা হবে।

এসআইআর-এর (SIR) বিরোধিতায় দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে এর আগেও দুদিন মুখ পুড়েছে নির্বাচন কমিশনের। এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণে বলা হল বিহারের ভোটার তালিকা (voter list) থেকে যত মানুষের নাম বাদ পড়েছে তাঁরা সবাই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

সেই আবেদনের পথও সহজ করে দিল দেশের শীর্ষ আদালত। জানানো হল, নির্বাচন কমিশন যে ১১টি নথিকে আবাসিক প্রমাণপত্র হিসাবে দাবি করেছে সেই ১১টি নথির পাশাপাশি আধার কার্ডকেও আবাসিক প্রমাণ হিসাবে গণ্য করা হবে। কমিশনের যাবতীয় ওজোর আপত্তি সুপ্রিম কোর্টের সামনে ধোপে টিকল না শুক্রবার। যদিও মামলাকারীদের আইনজীবীরা দাবি করেন, আধার কার্ড দেওয়া হলেও বুথ লেভেল আধিকারিকরা তা গ্রহণ করছেন না।

সেই সঙ্গে মামলাকারীদের তরফে অভিযোগ তোলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অভিযোগ জানানোর প্রক্রিয়া করা হলেও কমিশনের আধিকারিকরা সেই সব অভিযোগ গ্রহণ করছে না। ১ অগাস্ট বিহারের সংশোধিত ভোটার তালিকা (voter list) প্রকাশের পরে ২২ দিন ধরে মাত্র দুটি অভিযোগ দায়ের হওয়ায় বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্ট। তারই পাল্টা আইনজীবী কপিল সিব্বল ও আইনজীবী অভিষেক মনু সাংভির দাবি করেন, বুথ লেভেলের এজেন্টরা যে অভিযোগ জানাচ্ছেন তা বুথ লেভেল আধিকারিকরা গ্রহণ করছেন না।

আরও পড়ুন: শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

বহু ক্ষেত্রে বুথ লেভেল এজেন্ট না থাকায় ভোটার তালিকায় নাম তোলার কাজে সমস্যার কথা জানান মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ। সেক্ষেত্রে যে কোনও আবেদনকারী নিজেরাই আধার কার্ড দিয়ে নাম তোলার আবেদন করতে পারবেন বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সেক্ষেত্রে ১২ টি স্বীকৃত রাজনৈতিক দলের কর্মীদেরও মানুষের কাছে গিয়ে আবেদন গ্রহণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

–

–

–

–
