Wednesday, November 5, 2025

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

Date:

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর বাংলা থেকে যাওয়া সেই টিমকে নির্যাতিতার সঙ্গে দেখা করতে মাত্র ১ মিনিট সময় দিল বিজয়ন প্রশাসন। প্রশ্ন উঠছে লুকোনোর কী আছে বামপ্রশাসনের।

অভিযোগ, ১৮ অগাস্ট কেরলে (Kerala) গণধর্ষণের শিকার হন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার বাসিন্দা তরুণী পরিযায়ী শ্রমিক। সন্তোষপুর ১৬ বিঘা বস্তির ওই তরুণী দাদু দিদার কাছে কেরলে থাকার জন্য গিয়েছিলেন। কেরালা রামা নাট্যু এলাকায় তাঁরা থাকতেন। দেড় মাস আগে একটি শপিংমলে জামা কাপড় ভাঁজ করবার কাজ পান। পরিবারের অভিযোগ, যখন কাজে বের হন, তারপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।  মেয়ে বাড়ির না ফেরায় পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। বিকেলে নির্যাতিতা বাড়িতে ফেরেন রক্তাক্ত বিধ্বস্ত অবস্থায়। পরিবারের অভিযোগ, মেয়েটি তাঁর পরিবারকে জানান, শপিংমলে কাজ থেকে ফেরার সময় তাঁকে নাকের মধ্যে রুমাল চেপে অজ্ঞান করে অপহরণ করা হয়। যখন তাঁর জ্ঞান ফেরে তখন তিনি একটি ঘরের মধ্যে বন্দি এবং তাঁর ঘরে প্রায় কুড়িজন লোক ছিল বলে দাবি। তাঁর অভিযোগ, তাঁকে বারে বারে অজ্ঞান করে গণধর্ষণ করা হয়। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ, নির্যাতনের পর যখন তরুণীর জ্ঞান ফেরে তখন তাঁকে কেরালা ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হয়। যদিও পরিবারের তরফ থেকে ইতিমধ্যে সিরকা থানায় মামলা রুজু হয়েছে। এই খবর যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁর নির্দেশে ৪ সদস্যের প্রতিনিধি দল কেরলের যান। দলে কাউন্সিলর দীপিকা দত্ত-সহ রয়েছেন আরও তিনজন। রয়েছেন মহেশতলা থানার দুজন পুলিশ অফিসার।

সেই নির্যাতিতার সঙ্গে দেখা করার সময়সীমা বেঁধে দেয় কেরল সিপিএমের পুলিশ-প্রশাসন। সময় বরাদ্দ মাত্র এক মিনিট। কিন্তু কিসের এত ভয়? কী লুকোতে চাইছে কেরল সিপিএম প্রশাসন? কী লুকানোর জন্য মাত্র এক মিনিট দেখা করার সময় বরাদ্দ হলো বাংলার প্রতিনিধি দলের একজন মাত্র মহিলার?

প্রথমে কোঝিকোর মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটি রয়েছে বলে জানানো হলেও পরবর্তীকালে দেখা যায় সেখানে সে নেই। পাশের ইনস্টিটিউট অফ মেটেরিয়া চাইল্ড হেলথ বিল্ডিং এ তাকে রাখা হয়েছিল। এখানেই দেখা করার অনুমতি চাইতে গেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় প্রতিনিধি দলের সদস্যদের। কেরল পুলিশের রীতিমতো জিজ্ঞাসাবাদের পর্ব চলে সেখানে দাঁড়িয়েই। এরপর অনুমতি দেওয়া হয় একজন মহিলা যাবেন, কিন্তু  মাত্র এক মিনিটের মধ্যে কথা বলে নেমে আসবেন। সেই মতোই কাউন্সিলর দীপিকা দত্ত ওই বিল্ডিং এর ভিতর ঢোকেন কথা বলতে। সঙ্গে সঙ্গে মেয়েটিকে ঘিরে ফেলে ডাক্তার এবং নার্সেরা। তার মধ্যেই দীপিকা দত্ত কথা বলেন এক মিনিট। তার শারীরিক খোঁজখবর নেন।

নির্যাতিতাকে জানানো হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে তাদের পাঠিয়েছেন তাঁর পাশে থাকার জন্য। এখানে তাঁরা সাহায্য করতে এসেছেন এবং সবরকম ভাবে তাঁর পাশে আছেন। কথা শেষ হতে না হতেই দীপিকা দত্তকে নামিয়ে দেয়া হয়। এখন এই বাংলা প্রতিনিধি দল চেষ্টা করছে কেরালার চাইল্ড ওয়েলফেয়ার কেয়ারের তরফে সাহায্য নিয়ে কথা বলে পরবর্তী পদক্ষেপ করার। গোটা বিষয়টি জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে।

কিন্তু প্রশ্ন উঠেছে কেরল পুলিশের প্রশাসনের এই ধরনের অস্বাভাবিক আচরণ নিয়ে। বাংলার একটি মেয়ে গণধর্ষিতা হল সেখানে এবং তারপরেও পুলিশ প্রশাসনের এই ভূমিকা অত্যন্ত নক্কারজনক বলছেন বাংলা থেকে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরাই।

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version