Thursday, December 25, 2025

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

Date:

Share post:

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর নাটক করেছে কেন্দ্রের স্বৈরাচারী সরকার। ওয়াকফ আইন থেকে ব্যক্তিগত তথ্যের অধিকারের আইন সংক্রান্ত আইনের ক্ষেত্রে জেপিসিতে (JPC) একবারও মানা হয়নি বিরোধীদের বক্তব্য। কেন্দ্রের স্বৈরাচারী সরকার নিজেদের সাংসদদের মাধ্যমে সংশোধনী এনে জেপিসি-র সিদ্ধান্ত বলে চালিয়েছে। ১৩০ তম সংবিধান সংশোধনীর (130 Constitution Amendment) মতো কালা কানুন জারির ক্ষেত্রেও একইভাবে জেপিসিকে শিখণ্ডি করার চক্রান্তও স্পষ্ট, দাবি বাংলার শাসকদল তৃণমূলের। এই সংক্রান্ত জেপিসি (JPC) তৈরি হলে সেই কমিটিতে তৃণমূল (TMC) কোনও সদস্য থাকবে না, জানানো হল দলের তরফে।

যৌথ সংসদীয় কমিটি সাধারণত বিজেপির সাংসদদের দ্বারাই পরিচালিত হয়। ওয়াকফ আইনের (WAQF Law) ক্ষেত্রে সেই কমিটির প্রতিটি বৈঠকে বিরোধী সাংসদদের সঙ্গে বিজেপি সাংসদ থেকে জেপিসির চেয়ারম্যানও কান দেননি বিরোধী সাংসদদের অভিযোগে। ফলে মোদি জমানায় জেপিসিগুলি যে নাটক, তা স্পষ্ট হয়ে গিয়েছে। এবার সংবিধান ১৩০ তম সংশোধনী বিল লোকসভায় পেশ করে জেপিসির অনুমোদন না পেলে তা আইনে পরিণত হবে না বলে দাবি জানান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আদতে বিজেপির কেন্দ্রের সরকারের এই প্রচেষ্টা যে নাটক, তেমনটাই দাবি বাংলার শাসকদলের।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

কেন্দ্রের বিজেপি সরকারের এই নাটক করে সংবিধান সংশোধনী-সহ জম্মু ও কাশ্মীরের পুণর্গঠনের বিল জেপিসিতে পাঠানোর প্রতিবাদ আগেই জানিয়েছিল তৃণমূল। এবার দলের তরফে জানিয়ে দেওয়া হল কেন্দ্রের তৈরি করা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে (JPC) কোনও প্রতিনিধি রাখবে না তৃণমূল (TMC)।

spot_img

Related articles

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...