কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

Date:

Share post:

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর নাটক করেছে কেন্দ্রের স্বৈরাচারী সরকার। ওয়াকফ আইন থেকে ব্যক্তিগত তথ্যের অধিকারের আইন সংক্রান্ত আইনের ক্ষেত্রে জেপিসিতে (JPC) একবারও মানা হয়নি বিরোধীদের বক্তব্য। কেন্দ্রের স্বৈরাচারী সরকার নিজেদের সাংসদদের মাধ্যমে সংশোধনী এনে জেপিসি-র সিদ্ধান্ত বলে চালিয়েছে। ১৩০ তম সংবিধান সংশোধনীর (130 Constitution Amendment) মতো কালা কানুন জারির ক্ষেত্রেও একইভাবে জেপিসিকে শিখণ্ডি করার চক্রান্তও স্পষ্ট, দাবি বাংলার শাসকদল তৃণমূলের। এই সংক্রান্ত জেপিসি (JPC) তৈরি হলে সেই কমিটিতে তৃণমূল (TMC) কোনও সদস্য থাকবে না, জানানো হল দলের তরফে।

যৌথ সংসদীয় কমিটি সাধারণত বিজেপির সাংসদদের দ্বারাই পরিচালিত হয়। ওয়াকফ আইনের (WAQF Law) ক্ষেত্রে সেই কমিটির প্রতিটি বৈঠকে বিরোধী সাংসদদের সঙ্গে বিজেপি সাংসদ থেকে জেপিসির চেয়ারম্যানও কান দেননি বিরোধী সাংসদদের অভিযোগে। ফলে মোদি জমানায় জেপিসিগুলি যে নাটক, তা স্পষ্ট হয়ে গিয়েছে। এবার সংবিধান ১৩০ তম সংশোধনী বিল লোকসভায় পেশ করে জেপিসির অনুমোদন না পেলে তা আইনে পরিণত হবে না বলে দাবি জানান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আদতে বিজেপির কেন্দ্রের সরকারের এই প্রচেষ্টা যে নাটক, তেমনটাই দাবি বাংলার শাসকদলের।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

কেন্দ্রের বিজেপি সরকারের এই নাটক করে সংবিধান সংশোধনী-সহ জম্মু ও কাশ্মীরের পুণর্গঠনের বিল জেপিসিতে পাঠানোর প্রতিবাদ আগেই জানিয়েছিল তৃণমূল। এবার দলের তরফে জানিয়ে দেওয়া হল কেন্দ্রের তৈরি করা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে (JPC) কোনও প্রতিনিধি রাখবে না তৃণমূল (TMC)।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...