চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান। সেখানে দুই বর্ধমান জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সরাসরি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সভার জন্য বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের শীর্ষকর্তারা ওই মাঠ ঘুরে দেখেছেন। প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন দুই জেলার আধিকারিক, জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষরা।

জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাসও করতে পারেন। তবে বড় চ্যালেঞ্জ আবহাওয়া। টানা বৃষ্টিতে রাস্তাঘাটের বেহাল দশা মেরামতির কাজ শুরু হয়েছে যাতে মুখ্যমন্ত্রীর যাত্রাপথ নির্বিঘ্ন থাকে।

সভা শেষে মুখ্যমন্ত্রী জি টি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করতে পারেন বলেও প্রশাসন সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলাজুড়ে।

আরও পড়ুন – মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

_

_

_

_

_

_