Thursday, November 6, 2025

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

Date:

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন আফরুজ্জামান নামে এক ব্যক্তি। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় শেখ হাসিনা (Sheikh Hasina) যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়ে বাংলাদেশ পুলিশের পদস্থ কর্তা ছিলেন তিনি। ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় আর্মড পুলিশের ২ নম্বর ব্যাটেলিয়নে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে তিনি কর্মরত ছিলেন বলে জানান তিনি।

পুলিশ সূত্রে খবর তিনি জানিয়েছেন বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক পরিবর্তনের পর সাতক্ষীরা জেলায় আত্মগোপন করেছিলেন তিনি। ১৪ অক্টোবর ২০২৪ এর পর থেকে তিনি আর কাজে যাননি। এই বছরের ১৭ অগস্ট বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে সাসপেন্ড করে। শনিবার হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকার (infiltration) চেষ্টা করছিলেন। সেই সময়েই ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষা বাহিনীর (BSF) জওয়ানদের হাতে তিনি আটক হন। পরে তাঁকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আফরুজ্জামানের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। ভারতের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে সেসব তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশনারকে (Bangladesh High Commissioner) জানানো হয়েছে। রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন: লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

কেন বেআইনি ভাবে সীমান্ত টপকে ভারতে আসার চেষ্টা করেছিলেন তিনি এই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। নেপথ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপানউতোর ছাড়া আর কিছু আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version