Wednesday, January 14, 2026

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

একটা দুঃখের কথা
পথে ও বিপথে ঘুরে
প্রত্যাখ্যাত হতে হতে
গান হয়ে ওঠে …

একটি দুঃখের কথা
পথে ও বিপথে ঘুরে
প্রত্যাখ্যাত হতে হতে
গান হয়ে মিলায় আকাশে ।

গরীব দেশের ভিখারিরা সবাই সুগায়ক । এত সুর কোথা থেকে পায় তারা ? এসব আশ্চর্য জিজ্ঞাসা যে কবিকে তাড়িয়ে নিয়ে বেড়ায় প্রতিনিয়ত , তিনিই আবার প্রেমের মৃত্যু নিয়ে নিঃসংশয় !

প্রতিটি প্রেমের গায়ে নাকি এক্সপায়ারি-ডেট লেখা থাকে। ব্রেইল হরফে সেই লেখা পাওয়া যায় প্রেমিকার বঙ্কিম কোমরের খাঁজে বিন্দু বিন্দু রোমকূপে । সেই গূঢ় মুদ্রিত তারিখ অন্ধের আঙুলে পড়ে নিতে হয় । প্রতিটি চুম্বনই হলো বিদায়ী চুম্বন। তাই অনিবার্য বিচ্ছেদের ত্রাসে চুম্বন হয়ে যায় ক্ষিপ্ত পালকের মতো ।

সমস্ত মুক্তির পথে
অন্ধ ভিখারির মতো ভালবাসা ঠায় বসে থাকে ।
পথের ওপরে তার
ক্ষুদ্র , শীর্ণ ছায়া
নিঃশব্দে ডিঙিয়ে যেতে হয় ।
সমস্ত মুক্তির পথে ,
এটুকুই , মূল পরিশ্রম ।

এই সেই সমকালের ভাষ্যকার , যিনি অনায়াসে লিখে ফেলেন , তোমার শরীর আমি জানি , এক বিলুপ্ত পিয়ানো । যে শরীরে অসংখ্য রিডগুলি বেজে উঠতো তথাকথিত কামুক কবির আঙুলের আকুল স্পর্শে , কোনো এক মধ্যরাতে মুখ গোঙানির শব্দ ভেদ করে অলৌকিক একটি চরণ , ক্ষীণ কিন্তু শুদ্ধস্বর , উঠে এসেই মিলিয়ে গিয়েছিল , আহা , তারপর থেকে প্রতি রাতে পাগলের মতো খুঁজে বেড়ানো সেই গুপ্ত সুর ।

এই সময়ের উল্লেখযোগ্য কবি রণজিৎ দাশ । জন্ম ১৯৪৯-এ । ইনি উত্তর সত্তর দশকের অন্যতম প্রধান এক কবি । এই কবির শৈশব কেটেছে তাঁর জন্ম-শহর অসমের শিলচরে । এই সেই কবি , যিনি বন্ধুত্বের নতুন সংজ্ঞা লেখেন প্রাচীন অমোঘ প্রবাদের মতো ।

দু রকম বন্ধু আছে পৃথিবীতে , একজন ভিজিটিং আওয়ারে আসে , ফিরে যায় সূর্যাস্তের আগে । অন্যজন বসে থাকে হাসপাতালের গেটে , অনন্ত দুঃখের রাত জাগে ।

এই ইনিই তো লিখেছেন , আমরা নিখুঁত নই ।
একটা ঘাসফড়িং নিখুঁত , একটা সন্ধ্যাতারা নিখুঁত , একটা বৃষ্টির ফোঁটা নিখুঁত ।
নিখুঁত একটা বসন্তের রাত ।
কিন্তু আমরা জন্ম থেকেই পঙ্গু , বেঢপ , মূর্খ এবং দিশাহারা । আমরা ধূর্ত , জালিয়াত , ভঙ্গুর , ভিখারি ।
আমরা জন্মাই শুধু ভুল স্বপ্নে ভুল কামে ভুল শহরে হেঁটে
নিজেদের ধ্বংস করার জন্য ,
ভুল মানুষকে ভালবেসে এবং আঘাত পেয়ে , বুক ভেঙে মরে যাওয়ার জন্য । শুধু , সবশেষে টের পাই , আমাদের ভুলগুলি কি মারাত্মক নিখুঁত !

‘ হিজল গাছ ‘ কবিতায় বড়োই অকপট রণজিৎ ।
বোকাদের জন্য কবিতা লেখা হয় না কোনও । সম্ভব নয় ।
বোকারা না বোঝে কাব্যভাষার সুক্ষ্ম শৈলী , না বোঝে তার প্রতীকী ব্যঞ্জনা । তাহলে আর কী করে তারা কাব্যের আস্বাদ পাবে ? সঙ্কেত বোঝে না , ইশারা বোঝে না বলে প্রণয়েও বঞ্চিত বোকারা ।

এক স্বতন্ত্র নগর সংবেদনায় আচ্ছন্ন এই কবির লেখায় বৌদ্ধিক পরিশীলন চোখ টানে । সঙ্গে মিশে থাকে বাক্যের বুদ্ধিদীপ্ত বিদ্রুপাত্মক মোড়, আর , এক সুগভীর অস্তিত্বগত অস্বস্তি । কোথাও কি মেঘ ডাকে ? সারাক্ষণ বুকের ভিতরে মেঘ ডাকে ? জানালার কেঁপে ওঠা গরাদের মতো জীর্ণ , ভীত পাঁজরের ফাঁকে কেন শুধু সারাক্ষণ গুমগুম কালো মেঘ ডাকে ? … যেদিকেই যাই , এই জীবনের আনাচে কানাচে কেউ কি ঘরের কোনে সারাক্ষণ ক্ষীণ শব্দে কাঁদে ?
কে কাঁদে ? কোথায় কাঁদে ?

মেঘের নির্দেশে এই তীব্র বেদনার দেশে কবি সারাক্ষণ খুঁজতে থাকেন তাকে । এক বুক মানবতা নিয়ে কবি ফুঁসতে থাকেন বাঁধভাঙা বন্যার মতো । লেখেন , ফুর্তির চেয়ে অশ্লীল এবং বেদনার চেয়ে পবিত্র এই জগতে আর কিছু নেই । যারা আজীবন ফুর্তিতে থাকে , বা থাকতে চেষ্টা করে , তারা একরকমের ক্লাউন । জীবনের সার্কাস-ক্লাউন ।
জীবনের আসল নায়ক বিষন্ন মানুষেরা । যেমন , ব্যাসদেব , হোমার , যুধিষ্ঠির , মৈত্রেয়ী , গৌতম বুদ্ধ , যিশু খৃষ্ট ।
এইসব নাম মানব চৈতন্যের এক একটি মহৎ ডিপ্রেশনের নাম ।

আরও পড়ুন- ষোলেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...