Thursday, December 4, 2025

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

Date:

Share post:

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)’দ্য বেঙ্গল ফাইলস’-এর (The Bengal Files)আসল উদ্দেশ্য ফাঁস করে দিতেই এবার অভিনেতা বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)টার্গেট পরিচালক পত্নী পল্লবী যোশীর (Pallavi Joshi)। বঙ্গ অভিনেতাকে সরাসরি ‘ভীতু’ তকমা দিলেন তিনি। বাংলায় ইতিহাস না জেনে বিজেপির কথায় নাচতে নাচতে বাংলার বিধানসভা নির্বাচনের আগে ইতিহাসধর্মী সিনেমার নামে গেরুয়া দলের প্রচার করতে এসে ল্যাজে গোবরে বিবেক ( (Vivek Agnihotri))। অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম না জানার অজ্ঞতার কথা প্রকাশ্যে আসতেই তাঁর জ্ঞানের ভাণ্ডার সকলের কাছে খুলে গেছে। এবার বিতর্ক সামাল দিতে মাঠে নেমেছেন তাঁর অভিনেত্রী পত্নী। পল্লবী আবার এক কাঠি উপর দিয়ে যান। শাশ্বত বিবেক টিমের মিথ্যচারের হাঁড়ি ফাটিয়ে দেওয়ার পরেই বিবেকের পরে এবার তাঁর স্ত্রীর নিশানায়ও বাঙালি অভিনেতা। তিনি বলেন ‘শাশ্বতর সাহস নেই, একজন অভিনেতার কাছ থেকে এটা আশা করা যায় না।’


‘শবর’ অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির শুটিং চলাকালীন তিনি জানতেনই না, ছবির নাম দিল্লি ফাইলস থেকে বদলে বেঙ্গল ফাইলস হবে। এমনকী, তাঁর কাছে নাকি ছবির গল্প সম্পর্কে কোনও ধারণাই ছিল না। অর্থাৎ বিবেক এবং তাঁর টিম যে দ্বিচারিতা করেছে, আসল উদ্দেশ্য যে বাংলাকে টার্গেট করে বদনাম করা সেই কথা জানাজানি হতেই এবার শাশ্বতকে ভীতু, মিথ্যেবাদী বললেন পরিচালকের স্ত্রী পল্লবী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “শাশ্বত আসলে আতঙ্কিত। আমাদের কিছু করার নেই। এই ভয়ের চোটেই শাশ্বত মিথ্যে কথা বলছে। আমি আসলে শাশ্বতকে খুবই সাহসী, আত্মবিশ্বাসী ভেবেছিলাম। কিন্তু দেখছি, আমার ধারণা একেবারেই ভুল। ওর সাহসের অভাব রয়েছে। বেঙ্গল ফাইলস নিয়ে যখন নানা বিতর্ক চলছে, শাশ্বত ওই সময় চুপ করে রয়েছেন। ছবি প্রচার থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন। একজন অভিনেতার কাছ থেকে এটা আশা করা যায় না।’ তিনি বলেন শাশ্বতর সঙ্গে নাকি সিনেমার শুটিং চলাকালীন রাজনীতি নিয়ে একাধিক আলোচনা হয়েছে। এমনকি নাম পরিবর্তনের সম্ভাবনার কথাও তাঁকে আগে থেকে জানানো হয়েছিল বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন পল্লবী। অর্থাৎ বিবেক বলেছিলেন, অভিনেতাকে দিয়ে এসব কথা নাকি বলানো হয়েছে। কিন্তু কে বলিয়েছে বা তাঁর কোনও প্রমাণ কিছুই দেখাতে পারেন নি বিজেপির কথায় ওঠবোস করা পুতুল এই পরিচালক।

এবার তাঁর স্ত্রীর যুক্তি, শাশ্বত নাকি ভয় পেয়েছেন। যে অভিনেতা এত বছরের ক্যারিয়ারে সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বা কোনও প্রচারে তাঁকে দেখা যায় না, তাঁকে নাকি ‘ভয় দেখিয়ে এসব বলানো হয়েছে’ মার্কা খাজা যুক্তি যে ধোপে টিকবে না সেটা বোধহয় আঁচ করতে পারেননি বিবেক ও তাঁর স্ত্রী। এখন শুভেন্দু-পুত্র এর কোনও প্রতিক্রিয়া দেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...

ফেডারেশনের অভিনব উদ্যোগ! টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সেলিং

সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) উদ্যোগে অভিনব উদ্যোগ নিল ফেডারেশন। টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় ফেডারেশনের অফিসে মাসে...

বিজাপুরে বড়সড় অভিযান, সংঘর্ষে মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে ১৮

ছত্রিশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘ গুলিযুদ্ধের পরে উদ্ধার হল আরও ছয় মাওবাদীর দেহ। বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়েছে,...

ক্ষমতার অপব্যবহার! বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌনচক্র

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ ঘিরে রীতিমত অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে...