Wednesday, August 27, 2025

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

Date:

Share post:

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। সেই সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। অজিত আগরকর অবশ্য সাংবাদিক সম্মেলনে তাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তিও দিয়েছিলেন আগরকর(Ajit Agarkar)। কিন্তু সেই যুক্তি অনেককেই সন্তুষ্ট করতে পারেননি। এবার শোনা যাচ্ছে এক অন্য কথা। এশিয়া কাপের প্রত্যাশাতেই নাকি দলীপের(Duleep Trophy) নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছ্লেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।

এই মুহূর্তে সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে যদি সেরা পারফরম্যান্সের তালিকা করা হয় সেখানে অনেকটাই উপরের দিকে থাকবেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান এবং আইপিএলের পারফরম্যান্স দেখার পর তিনি যে এশিয়া কাপের দলে থাকবেন এমনটা সকলেই ভাবতে শুরু করেছিল। যদিও শেষপর্যন্ত তেমনটা হয়নি। শ্রেয়স আইয়ারের কোনও প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। কিন্তু তিনি যে সুযোগ পাওয়ার ব্যাপারে অত্যন্ত আশাবাদী ছিলেন তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর অনুযায়ী আসন্ন দলীপ ট্রফিতে(Duleep Trophy) নাকি পশ্চিমাঞ্চলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার প্রস্তাব এসেছিল শ্রেয়স আইয়ারের কাছে। তাঁকেই এবার বেছেছিলেন সকলে। কিন্তু শ্রেয়স নিজেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ ছিল সামনেই এশিয়া কাপ রয়েছে। তার প্রস্তুতির জন্যই এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই কারণেই নাকি অধিনায়কের দায়িত্ব নিতে চাননি।

অর্থাত্ শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) যে ভারতীয় দলে সুযোগ পাওয়ার ব্যপারে অত্যAন্ত আশাবাদী ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে প্রবীন আমরের তত্ত্বাবধানে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছিলেন তিনি। যদিও শেষরক্ষা হল না। শ্রেয়সের সুযোগ না পাওয়া নিয়ে এখনও চর্চা চলছে।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...