Tuesday, August 26, 2025

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

Date:

Share post:

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ বিষয়ে অঞ্জন দত্তর স্পষ্ট বক্তব্য, মিডিয়ার একাংশ ইচ্ছাকৃতভাবে তাঁকে এভাবে দাগিয়ে দিয়েছে। বাস্তবে তিনি নাকি একেবারেই বদমেজাজি নন, বরং সহকর্মীদের সঙ্গে আনন্দ করে কাজ করতেই বেশি স্বচ্ছন্দ। তাঁর কথায়, “যাঁরা আমার সঙ্গে কাজ করেন, তাঁরা ভালোভাবেই জানেন আমি কেমন। চাইলে তাঁদের জিজ্ঞেস করেই দেখা যেতে পারে।”

সম্প্রতি সপ্তাশ্ব বসুর পরিচালনায় আসন্ন ছবি *দেরি হয়ে গেছে*–তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবি নিয়ে অঞ্জন বলেন, “ছবির গল্পটা বেশ ইন্টারেস্টিং। তৈরির পর কেমন হবে সেটা এখনই বলা সম্ভব নয়, তবে স্ক্রিপ্ট আমার বিশ্বাসযোগ্য লেগেছে।” এই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী মমতা শঙ্কর। তবে তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক প্রসঙ্গে অঞ্জন স্পষ্ট জানিয়ে দেন, “ও কি বলেছেন, তার দায় ওর। এটা নিয়ে আমার মন্তব্য করাটা ঠিক নয়।”

নিজের পরিচালনায় নতুন পরিকল্পনার কথাও জানালেন তিনি। ডিসেম্বরে বাদল সরকারকে নিয়ে ছবি করার ভাবনা রয়েছে। অঞ্জন বলেন, “আমার দর্শকরা একটু আলাদা। তাঁরা আমার গান শোনেন, আমার কাজের জন্য অপেক্ষা করেন, যদিও তাঁরা সিনেমা হলে যান না। সত্যি বলতে আমি নিজেও হলে ছবি দেখি না।”

মাল্টিপ্লেক্স সংস্কৃতি নিয়েও ক্ষোভ উগরে দিলেন এই বর্ষীয়ান পরিচালক। তাঁর মতে, “এত টাকা দিয়ে হলে গিয়ে ছবি দেখার দরকার কী? শুধু বিজ্ঞাপন, খাওয়াদাওয়ার ব্যবসা, সেলফি তোলার হিড়িক—পুরোটাই বাণিজ্য। আমার ভালো লাগে না। কিছু ছবি অবশ্য বড় পর্দায় ভালো লাগে, তবে আমি বাড়িতে বসেই দেখতে পছন্দ করি।”

বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়েও খোলাখুলি মত প্রকাশ করলেন অঞ্জন দত্ত। তাঁর মতে, “শুধু দর্শক হলে যাচ্ছেন না বলে দোষারোপ করলেই হবে না। গোড়ার সমস্যাগুলো নিয়ে কেউ কথা বলে না। আসলে এখন মেনস্ট্রিম ছবিই ধুঁকছে। ওখানেই যদি ভাটা পড়ে, তাহলে অন্য ধারার ছবিও ব্যবসা করবে কীভাবে?” অঞ্জন দত্তর এই খোলামেলা বক্তব্য ফের প্রমাণ করল, তিনি যেমন খ্যাত ‘সোজা কথা’ বলার জন্য, তেমনই নিজের অবস্থানে অনড় থেকেও স্পষ্ট করে তুলে ধরতে পিছপা হন না।

আরও পড়ুন – চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...