নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

Date:

Share post:

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ’বিশ্ববাংলা সংবাদ’) ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গাড়ি করে দোকানের সামনে থেকে নুনের বস্তা(Salt) চুরি করে পালাচ্ছেন। চোর আবার স্যুটেড বুটেড। এমন চোর কে হতে পারেন? সেই চোর আর কেউ নন পদ্ম শিবিরের নেতা!

ঘটনাস্থল হুগলির কোন্নগর। সেখানেই নুনের(Salt) বস্তা চুরির ঘটনা ঘটেছে। চোরের হদিশ দিয়েছেন কোন্নগর উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মণ্ডল। তাঁর দাবি ভিডিও ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি সেই ওয়ার্ডের বাসিন্দ। যে ব্যক্তি গাড়ি করে নুন চুরি করছেন তাঁর নাম দীপক দত্ত। এলাকায় তিনি এলাকায় বিজেপির নেতা বলে পরিচিত। কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডের তার পুকুর এলাকায় তাঁর বাড়ি।

১৯ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি চন্দন মণ্ডল(Chandan Mandal) আরও অভিযোগ করেন, স্থানীয় বিজেপিনেতা হিসাবেই পরিচিত দীপক, অজয় দে এবং সুজয় দে এই তিনজন একসঙ্গে রাত গাড়ি করে বেরিয়ে এই ধরনের চুরির ঘটনা ঘটায়। এর আগে কোন্নগরের বিভিন্ন দোকানেও তাঁরা নুন চুরি করেছেন। গোটা বিষয়টি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন চন্দন। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন কাউন্সিলর। পুলিশ সূত্রে খবর, আগে একবার নুন চুরির ঘটনায় সুজয় দে কে আটক করা হয়েছিল। এবার অভিযুক্ত তিন বিজেপি নেতারই খোঁজ শুরু করা হয়েছে। অভিযোগ, এলাকাছাড়া অভিযুক্ত বিজেপি নেতারা।

বিজেপি নেতাদের এমন কীর্তি অবশ্য নতুন নয়। এর আগে শুধু নিজের এলাকায় নয়, অন্য জেলাতেও একই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। এর আগে কোন্নগরের দু’নম্বর কলোনি বাজার এলাকায় একটি মুদির দোকান থেকে তাঁরা নুনের বস্তা চুরি করেছিলেন। মুদির দোকানের মালিক বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় দোকানের বাইরে রাখার নুনের বস্তা গাড়ি করে নিয়ে পালাচ্ছে ওই ব্যক্তিরা। পরবর্তীতে পুলিশের কাছে আমরা অভিযোগ করেছিলাম। সেই সময় তাদের বাজার কমিটির কাছে অভিযুক্ত ব্যক্তিরা এসে অনুরোধ করে যে তারা এই ধরনের ঘটনা ঘটাবে না। তাদেরকে যেন এই বারের জন্য ক্ষমা করে দেওয়া হয়।
কিন্তু নিজেদের পাল্টাননি বিজেপি নেতারা। ফের একই কায়দায় নুনের বস্তার চুরি করেন তাঁরা।

হুগলি(Hooghly) জেলাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই নুন(Salt) চোর গ্যাং চুরির ঘটনা ঘটাচ্ছে বলেই অভিযোগ। সেই ঘটনায় এই বিজেপি নেতারাই যুক্ত কি না সেটা তদন্ত করে দেখছে পুলিশ।
কথায় আছে চোরের মায়ের বড় গলা। বর্তমানে বঙ্গ বিজেপিরও যেন সেই হাল। দোকানের সামনে রাখা নুনের বস্তাও চুরি করে নিচ্ছেন বিজেপি নেতারা।

spot_img

Related articles

শক্তি বাড়ালো আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত, আবহাওয়ার বড় ভোলবদলের পূর্বাভাস! 

অক্টোবরের শেষ সপ্তাহে রোদ ঝলমলে দক্ষিণবঙ্গের দেখা মিললেও উইকেন্ডে পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

মহিলা চিকিৎসককে হেনস্থার প্রতিবাদ, সকাল থেকে উলুবেড়িয়া হাসপাতালে ডাক্তারদের পেনডাউন!

উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে শুক্রবার...

হাই কোর্টের রায়ে বড়সড় ধাক্কা! খারিজ শুভেন্দুর রক্ষাকবচ, সরকার-দলের বক্তব্যকেই মান্যতা: মত তৃণমূলের

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ে বড়সড় ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। ২০২২ থেকে...

এসএসকেএমে নাবালিকার ‘শ্লীলতাহানি’র ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের

কলকাতা তথা রাজ্যের গর্ব এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসক পরিচয় দিয়ে নাবালিকা রোগীকে 'শ্লীলতাহানি'র (Minor girl Assault case)...