Friday, January 2, 2026

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

Date:

Share post:

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব দিল না গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রীর আহ্বানকে অগ্রাহ্য করে নবান্নে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক থেকে দূরে থাকলেন বিজেপির দুই জনপ্রতিনিধি। সোমবার, নবান্নে (Nabanna) বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বার্তা দেন, “আদিবাসী সমাজের জন্য যে উন্নয়ন রাজ্য সরকার করেছে, তা আগামী দিনে আরও সুদূর প্রসারিত হবে। বাংলার প্রতিটি আদিবাসী মানুষের সর্বাঙ্গীণ উন্নয়নে আমরা বদ্ধপরিকর।”

এদিন এই বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী। ১৫ জন সদস্যকে নিয়ে আলোচনায় উঠে আসে আদিবাসী সমাজের সর্বাঙ্গীণ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়। বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকেকে। নবান্নের তরফে তাঁদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। এমনকী ফোনেও অনুরোধ জানানো হয়। সূত্রের খবর, ২০২২ সালে শিলিগুড়িতে আয়োজিত একই ধরনের বৈঠকে উপস্থিত ছিলেন দশরথ তিরকে। তবে এবার বিধানসভা ভোটের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই দুই নেতাই বৈঠক এড়িয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহলের মত। ভোটের এখনো ছয়মাসের বেশি বাকি থাকলেও ইতমধ্যেই বিজেপির দিল্লির নেতারা বাংলায় ডেলি প্যাসেনজারি শুরু করে দিয়েছেন । বাংলার পদ্ম নেতাদের মধ্যে মঞ্চে ওঠার অকচাআকচি কম নয়। এক্ষেত্রেও রাজনৈতিক সংকীর্ণতার চেনা পথেই হাঁটল বিজেপি।

মুখ্যমন্ত্রী বৈঠকে স্পষ্ট জানান, “আদিবাসী সমাজের জন্য যে উন্নয়ন রাজ্য সরকার করেছে, তা আগামী দিনে আরও সুদূর প্রসারিত হবে। বাংলার প্রতিটি আদিবাসী মানুষের সর্বাঙ্গীণ উন্নয়নে আমরা বদ্ধপরিকর।” সম্প্রতি বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে আদিবাসী সম্প্রদায়ভুক্ত সাংসদ ও বিধায়কদের উদ্দেশে পাঠানো চিঠিতেও একই বার্তা দেন মুখ্যমন্ত্রী

এদিকে বৈঠকের শুরুতেই তিনি অভিযোগের সুরে জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসীদের জমি অবৈধভাবে দখল হচ্ছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) উদ্বেগ প্রকাশ করেন।

এদিন বৈঠকে উপস্থিত চার আদিবাসী মন্ত্রী- বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, বুলুচিক বরাইক ও সন্ধারানি টুডুকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সরকারি প্রকল্পগুলির সুবিধা আদিবাসী অধ্যুষিত এলাকায় পৌঁছে দিতে সরাসরি মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে। উন্নয়নের প্রতিটি পদক্ষেপ যাতে প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যায়, সে ব্যাপারে তৎপর থাকার কথা বলেন তিনি। মন্ত্রী বীরবাহা হাঁসদা অভিযোগ করেন, এসসি-এসটি তালিকায় নন-এসটি ব্যক্তিদের নাম ঢুকে যাচ্ছে। সেই অভিযোগকে সমর্থন করে মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছেও একই ধরনের তথ্য এসেছে। এই সমস্যা রুখতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে নির্দেশ দেন তিনি। অভিযোগ ওঠে, অলচিকি ভাষায় পরীক্ষা হলেও প্রশ্নপত্র অলচিকি ভাষায় দেওয়া হয়নি। এ বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ভবিষ্যতে সতর্ক থাকতে হবে এবং পরীক্ষার্থীদের স্বার্থে এমন ভুল আর হওয়া চলবে না। মুখ্যসচিবকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

১৫ জন কাউন্সিল সদস্যের মধ্যে এদিন চারজন বৈঠকে অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু, প্রাক্তন সাংসদ দশরথ তিরকে এবং ঝাড়গ্রামের সাংসদ-সহ আরও একজন সদস্য। রাজনৈতিক মহলের মতে, বৈঠকে না এসে আদিবাসী উন্নয়নে নিজেদের উদাসীনতার পরিচয় দিল বিজেপি।

spot_img

Related articles

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...