আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠ, বীরহাটা সময়স্তম্ভ এবং ঐতিহাসিক কার্জন গেট। সরকারি প্রকল্পের ব্যানার–ফেস্টুনে মুখরিত হয়ে উঠেছে জি টি রোডের ধারে ধারে।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুপুর দু’টো নাগাদ সভাস্থলে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখানেই দুই জেলার আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন তিনি। পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে প্রায় শতাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

এই সভা থেকেই সূচনা হতে পারে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘শ্রমশ্রী’। একই সঙ্গে বহু প্রতীক্ষিত শিল্পসেতুর শিলান্যাস এবং বর্ধমান মেডিক্যাল কলেজের নতুন ক্যাথ ল্যাবের উদ্বোধন করার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও জেলার এক হাজারেরও বেশি ভূমিহীন পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

শারদোৎসবের আগে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে জেলায়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় স্তরেও চলছে ব্যাপক প্রস্তুতি। কার্জন গেট পর্যন্ত নেত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই ঝুলেছে ব্যানার–ফেস্টুন। জননেত্রীকে স্বাগত জানাতে রাস্তায় ভিড় হবে কর্মী–সমর্থকদের, তাই তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় সে দিকেও নজর রাখার নির্দেশ দিয়েছে জেলা নেতৃত্ব।

আরও পড়ুন – বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

_

_

_

_

_

_