দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেল আভিভ। প্যালেস্তাইনের স্বাস্থ্য দফতরের দাবি, ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। তাঁদের মধ্যে চার জন সাংবাদিকও রয়েছেন। জখম হয়েছেন আরও ১২ জন। নিহতদের মধ্যে রয়েছেন রয়টার্সের চিত্র সাংবাদিক হুসাম আল-মাসরি, মারিয়াম আবু দাগ্গা, মোহাম্মদ সালামা ও মোয়াজ আবু তাহা।

রয়টার্স জানিয়েছে, প্রথম বিস্ফোরণের পর যখন সাংবাদিক, উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ সাহায্যে এগিয়ে আসেন, তখনই ঘটে দ্বিতীয় হামলা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ে। হামলার সময়ে রয়টার্সের লাইভ ভিডিও ফিড হঠাৎ বন্ধ হয়ে যায়। সেটিই পরিচালনা করছিলেন নিহত হুসাম আল-মাসরি।

এই হামলা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে বহুবার গাজার সংবাদমাধ্যমের উপর হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। শুধু গত বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত ২০০-রও বেশি সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি আন্তর্জাতিক সংস্থাগুলির।

এখনও প্রতিদিনই গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে আইডিএফ সেনা। হামাসকে নির্মূল করতে গত সপ্তাহ থেকে গাজা শহরে নতুন করে অভিযান শুরু করেছে ইজরায়েল। হাজার হাজার রিজার্ভ সেনা মোতায়েন করে শহরের দখল নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন – শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের

_

_

_

_

_

_