বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadda) সঙ্গে ছুটি কাটানো- সবকিছু নিয়ে সন্তানসম্ভবা হওয়া নিয়ে আলোচনায় মাতেন নেটিজেনরা। তখনই পরিণীতি জানান, সঠিক সময়ে সবটাই জানাবেন। এবার নিজেই ইনস্টা হ্যান্ডেলে সুখবর শোনালেন চাড্ডা দম্পতি। লিখলেন, 1+1=3। অভিনন্দন জানান পরিণীতির দিদি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্টের (Post) মাধ্যমে নিজেদের আসন্ন সন্তান আগমনের কথা জানান রাঘব-পরিণীতি। একটি কেকের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী যার উপর আঁকা রয়েছে ছোট্ট দুটি পা। লেখা 1+1=3। এর সঙ্গে পোস্ট ক্যাপশনে পরিণীতি লেখেন, “আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদ ধন্য।“

২০২৩ সালে রাঘবকে বিয়ে করেন পরিনীতি (Pariniti Chopra)। ২ বছরের মধ্যেই সকলকে সুখবর শোনালেন এই দম্পতি। শুধু একটি কেকের ছবি নয়, আরও একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন এই দম্পতি। যেখানে দেখা যাচ্ছে গর্ভবতী স্ত্রীকে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন রাঘব। অর্থাৎ ব্যস্ত কর্মসূচির মধ্যেও স্ত্রীকে সম্পূর্ণ সময় দিচ্ছেন আপ সাংসদ। ইতিমধ্যেই ক্যাপশনে বহু শুভাকাঙ্ক্ষী রাঘব এবং পরিনীতিকে তাঁদের আগামী দিনের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। পোস্টটি ইনস্টা স্টোরিতে শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া

–

–

–

–

–

–

–
