Sunday, December 28, 2025

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

Date:

Share post:

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এ বিষয়ে রাজ্যের খাদ্যদফতর স্পষ্ট নির্দেশিকা জারি করেছে। বিভাগের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নির্দেশ সব জেলাশাসকের কাছে পাঠিয়েছেন।

নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যেক জেলাশাসককে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সেখানে উল্লেখ করতে হবে—আধারের কারণে খাদ্যসাথী প্রকল্প থেকে কত পরিবার বঞ্চিত হয়েছে, কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোন অভিযোগ জেলা স্তরে মেটানো যায়নি। বঞ্চনার ক্ষেত্রে যদি কোনও রেশন ডিলার বা খাদ্যদফতরের আধিকারিকের গাফিলতি ধরা পড়ে, তবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করা হয়েছে।

খাদ্য দফতর সূত্রে খবর, বর্তমানে রাজ্যে জাতীয় ও রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় ৮ কোটি ৯০ লক্ষ গ্রাহক রয়েছেন। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশের আধার সংযুক্তিকরণ ও ই–কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে। তবুও কিছু পরিবার আধারের অজুহাতে এখনও রেশন পাচ্ছেন না। চিঠির শুরুতেই খাদ্যসচিব এই তথ্য তুলে ধরে স্পষ্ট জানিয়েছেন, কোনও বৈধ ও দুঃস্থ পরিবারকে আর বঞ্চিত হতে দেওয়া যাবে না।

সরকারি এই কড়া পদক্ষেপ কার্যকর করতে রেশন ডিলার, জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও খাদ্যদপ্তরের আধিকারিকদের যৌথ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। আধার সংক্রান্ত জটিলতার কারণে যাতে কোনও গরিব পরিবার খাদ্যসুরক্ষা প্রকল্প থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতেই এই নির্দেশিকা।

আরও পড়ুন – হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

SIR-এর শুনানি পর্বে কী কী দায়িত্ব BLA-টু-দের: ভার্চুয়াল সভায় নির্দেশ সুব্রতর

রাজ্যে এসআইআর পর্বে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষ ডাক পেয়েছেন শুনানির। মূলত তালিকায় নাম যাদের ওঠেনি তাঁরাই...

নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন: বিএলএ-দের নির্দেশ অভিষেকের

ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েই বাংলার নির্বাচনে খেলা শুরু করেছে নির্বাচন কমিশন। একদিকে নাম না থাকা প্রায়...

রাসেলের অপেক্ষায় কোচ সৌরভ, হারলেও দলকে ইতিবাচক থাকার বার্তা

হার দিয়েই কোচিং কেরিয়ারে অভিষেক হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)।দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেডকোচের ভূমিকাতে শনিবার...

দরিদ্র রোগী, না মুখ্যমন্ত্রী? ডাক্তারের কাছে কে গুরুত্বপূর্ণ, যোগীকে শেখালেন বাঙালি চিকিৎসক

যেখানে সরকারি চোখ রাঙানিতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কার্যত বেহাল প্রশাসন, পুলিশ। সাধারণ মানুষের থেকে নেতা, মন্ত্রীদের তাবেদারিতে তৎপর...