নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে। দক্ষিণের জেলাগুলিতে সোমবার সকাল থেকে রোদের দেখা মিললেও বৃষ্টির প্রকোপ জারি উত্তরের জেলাগুলিতে। জলপাইগুড়ি, কালিম্পংয়ে সোমবারও বৃষ্টির হলুদ সতর্কতা জারি।

মঙ্গলবার
দক্ষিণবঙ্গ – সারাদিন মেঘলা আকাশ। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গ – দার্জিলিং, জলপাইগুড়িসহ পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।
কলকাতা – মাঝারি ও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

সোমবার নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় ফের দক্ষিণের জেলাগুলিতে বর্ষার ভ্রূকুটি। মঙ্গলবার থেকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

–

–

–

–

–

–
