Thursday, August 28, 2025

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

Date:

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভগবানপুরের দক্ষিণ ফুলবেড়িয়া গ্রামের বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষক সোমবার সকালে স্কুলে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার ধারে ঝোপের আড়ালে ওঁত পেতে ছিল নন্দ। সঙ্গে ছিল দুটি দা। হঠাৎই ঝাঁপিয়ে পড়ে শিক্ষকের উপর হামলা চালায় সে।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে, নন্দ প্রথমে শিক্ষকের গলায় দা চালানোর চেষ্টা করে। শিক্ষক প্রতিরোধ করায় তাঁর ডান হাতের কব্জির কাছ থেকে কেটে বাদ চলে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষক। আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ভগবানপুর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার পরই পালিয়ে যায় নন্দ মুড়া। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয়দের দাবি, নন্দের উদ্দেশ্য ছিল খুন করা। তবে প্রাণে না মারতে পারলেও প্রতিশোধের আক্রোশে ভয়ঙ্কর রূপ নেয় হামলা।

উল্লেখ্য, চার বছর আগে ওই শিক্ষক তাঁর মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া নন্দের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পরে পুলিশ অন্তঃসত্ত্বা অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে। ঘটনার জেরে দুই বছরের জেলও হয় অভিযুক্তের। মুক্তি পেয়েই আবার শিক্ষকের উপর আঘাত হানল সে। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন – একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version