কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কর্মশ্রী(Karmashree) প্রকল্পের ঘোষণা করেছিলেন। সেই কর্মশ্রী(Karmashree) প্রকল্পে নজির তৈরি করেছে বাংলা। একশো দিনের কাজে বঞ্চিতদের বকেয়া মিটিয়েছে রাজ্য। তারপর কর্মশ্রী প্রকল্পে রাজ্য জুড়ে ৭৮ লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে।

১৯ হাজার কোটি টাকা খরচ করে ৯১ কোটি শ্রম দিবস(Shrama Divas) তৈরি করা হয়েছে। এই জেলাতেও ২০ লক্ষ ৪ হাজার মানুষকে কাজ দেওয়া হয়েছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে। পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী সেই খতিয়ান তুলে ধরেন।

–

–

–

–

–

–

–

–

–