হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য সুখবর। এবার জনপ্রিয় ওটিটিতেই মুক্তি পাবে ধূমকেতু (Dhumketu)। সোশ্যাল মিডিয়া চ্যাটের উত্তরে এই কথা জানালেন প্রযোজন মহেন্দ্র সোনি (Mahendra Soni)।
সময়ের জন্য যাঁরা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাসটাই ছেড়ে দিয়েছেন, ওটিটি (OTT) তাঁদের জন্য একটি বিরাট ভরসার জায়গা। হলে মুক্তির পর তিনমাস কষ্ট করলেই ওটিটিতে প্রাণ ভরে সিনেমার রস আস্বাদন করতে পারেন তাঁরা। তাঁদের জন্য সুখবর শোনালেন প্রযোজক মহেন্দ্র। জনপ্রিয় ওটিটি (OTT) হইচই-তেই (Hoichoi) মুক্তি পাবে ধূমকেতু (Dhumketu)।
আরও পড়ুন: যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!
ধূমকেতুর প্রযোজক রানা সরকারের সঙ্গে মহেন্দ্র সোনির একটি চ্যাট সম্প্রতি ভাইরাল হয় (ভাইরাল চ্যাটের সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। সেখানেই মহেন্দ্র ফাঁস করে ফেলেন এই তথ্য। এমনকি তিনি নিজেও হইচই-তে ধূমকেতু মুক্তি অপেক্ষায় রয়েছেন বলে জানান। তিনিও সেখানেই দেখবেন।
–
–
–
–
–
–