একের পর এক রাস্তা ধসে যাচ্ছে। একের পর এক বাধে বিপদসীমা অতিক্রম করছে জম্মু ও কাশ্মীরের প্রতিটি নদী। বুধবার দুপুরে তাউই নদীর উপর জম্মু শহরে ফোর্থ তাউই সেতুতে (fourth Tawi bridge) বিরাট ভাঙন ধরে। সেই সময়ে সেতুর উপরে গাড়ির কার্যত ট্রাফিক জ্যাম ছিল। আচমকা সেতু ভেঙে যাওয়ায় অন্তত তিনটি গাড়ি সেই ভাঙা অংশে ঢুকে যায়। স্থানীয় মানুষ ও প্রশাসন দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ঘটনাস্থলে পরিদর্শনেও পৌঁছে যান। অন্যদিকে বৈষ্ণোদেবী দর্শনে যাওয়া পুণ্যার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

জম্মু ও কাশ্মীর দিয়ে প্রবাহিত রাভি, তাউই, চেনাব, ঝিলাম সব নদীতেই প্রবল জলস্ফীতি। আর সেই জলের বেগও স্বাভাবিক সময়ের থেকে বহুগুণ বেশি। সেই জলের চাপে তাউই (Tawi) নদীর উপর ফোর্থ ব্রিজটি বুধবার দুপুরে ভেঙে গেলে আটকে পড়া গাড়ির যাত্রীদের দ্রুত বের করে এনে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি দাবি করেন এই ব্রিজটির একই জায়গা ২০১৪ সালেও ভেঙেছিল। ফের ২০২৫ সালে কেন ভাঙল, তা নিয়ে বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত কারনোর বার্তা দেন তিনি।

আবহাওয়া দফতরের রেকর্ড অনুসারে গত ৫০ বছরের রেকর্ড পার করা বৃষ্টি গত ২৪ ঘণ্টায় হয়েছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ ২৯৬ মিলিমিটার। ১৯৭৩ সালে এর আগে সর্বাধিক বৃষ্টির রেকর্ড ছিল ২৭২.৬ মিলিমিটার। তবে বুধবার দুপুরের পর থেকে বৃষ্টি বন্ধ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশার আলো দেখছেন মুখ্যমন্ত্রী ওমর। ইতিমধ্যেই শুধুমাত্র জম্মুকে প্রায় ৫ হাজার মানুষকে বিভিন্ন নদী তীরবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা পরে জম্মুতে ফের ট্রেন চলাচল শুরু হয় দুপুরে। এর মধ্যে ২২ টি ট্রেন বাতিল করা হয়েছিল।

আরও পড়ুন: জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

তবে কাটরায় বৈষ্ণোদেবী যাত্রার পথ এখনও বন্ধ। সেখানে ভারতীয় সেনা বাহিনী উদ্ধারকাজ জারি রেখেছে। মঙ্গলবার ভূমিধ্বসে অন্তত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, জম্মু ও কাশ্মীরের বৈষ্ণ দেবীর পথে অর্ধকুমারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ে ভূমিধ্বসের ঘটনা অত্যন্ত যন্ত্রণার। এই প্রাকৃতির বিপর্যয়ে প্রিয় মানুষদের হারানো পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং ক্ষতিগ্রস্ত ও আটকে পড়াদের নিরাপত্তার প্রার্থনা করি।

I am deeply anguished by the tragic landslide near Inderprastha Bhojnalaya at Ardhkuwari on the Vaishno Devi route in Jammu & Kashmir.
My heartfelt condolences to the bereaved families who have lost their loved ones in this calamity. I pray for the speedy recovery of the injured…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 27, 2025
–

–

–
