Monday, January 12, 2026

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

Date:

Share post:

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir Sehwag)। ২২ গজে মার কাটারি ব্যাটিং করতেন বীরু। বয়সে ছোট হলেও একই মেজাতে ব্যাটিং করছেন পুত্র আর্যবীর।তাঁর ছেলে আর্যবীর সেহবাগও একই ধাতুতে গড়া। মাইলফলকের সামনে দাঁড়িয়েও আগ্রাসী ব্যাটিংই পছন্দ তাঁর।সেহবাগের ছেলে আর্যবীর পুরো বাবার মতোই ব্যাটিং করছেন। ২২ গজ পুরো ছক্কা ও চারের বৃষ্টিতে ধুইয়ে দিচ্ছেন বোলারদের।

দিল্লি প্রিমিয়ার লিগের (DPL 2025) দ্বিতীয় মরশুমে সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে অভিষেক ম্যাচ খেললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের বড় ছেলে, আর্যবীর সেহবাগ কিন্তু প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।

যশ ধুলের (YASH DHUL) দলে জায়গা পাওয়া আর্যবীর শুরুতে কিছুটা ধীরস্থির হয়ে ব্যাটিং করছিলেন কিন্তু পরে আগ্রাসী ব্যাটিং করেন। নবদীপ সাইনির এক ওভারে পরপর দুটি বাউন্ডারি মারেন, যার মধ্যে একটি ছিল ডিপ এক্সট্রা কভার দিয়ে, অপরটি এক্সট্রা কভার ও লং-অফের মাঝ দিয়ে।

প্রাক্তন ওপেনারের ছেলে ইতিমধ্যে দিল্লি অনূর্ধ্ব-১৯ (Delhi U 19) দলে খেলেছে। ১৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের কোবিহার ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে ২৯৭ রানের ইনিংসও আছে। আর্যবীর সেবাগের ছোট ভাই বেদান্ত দিল্লি অনূর্ধ্ব-১৬ দলে খেলে। অনূর্ধ্ব ১৯ কোচ বিহার ট্রফিতে ৩ রানের জন্য ত্রিশতরান হাতছাড়া হয়েছে আর্যবীরের। তা নিয়ে তা নিয়ে কোনও আক্ষেপ করেননি সিনিয়র সেহবাগ। ভারতের প্রাক্তন ক্রিকেটারের আক্ষেপ ছিল ছেলে ফেরারি গাড়ি জেতার সুযোগ হাতছাড়া করায়।

এর আগে অনূর্ধ্ব ১৯ পর্যাতে রাজ্যস্তরে ক্রিকেট খেলেছে। সেখানে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানও করেছিলেন। তাঁকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে, তাঁর ছোটভাই বেদান্ত সেহবাগ রয়েছে বি তালিকায়।
আগামী দিনে যে তিনি ক্রিকেট মাঠ মাতাতে তৈরি সেটা কিন্তু এখন থেকেই বুঝিয়ে দিচ্ছেন আর্যবীর।

spot_img

Related articles

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...