Saturday, November 15, 2025

বিধানসভা ভোটের আগে পাক জঙ্গি সংগঠনের হামলার ছক, বিহার জুড়ে চরম সতর্কতা জারি

Date:

Share post:

দুয়ারে বিহার বিধানসভা ভোট(Bihar Election)। জোর কদমে চলছে শাসক বিরোধী দলের প্রচার। ভোটের মুখে বিহারে জঙ্গি হামলার ছক। পাকিস্তানি জয়েশ-ই-মহম্মদের জঙ্গি গোষ্ঠী বিহারে(Bihar) হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রের খবর।

প্রশাসনিক সূত্রে খবর, পাকিস্তান থেকে এই তিন সন্ত্রাসী নেপাল(Nepal) হয়ে বিহারে প্রবেশ করেছে। এদের মধ্যে একজন হাসনাইন আলি, যে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা। দ্বিতীয়জন আদিল হুসেন, সে পাকিস্তানের উমরকোটের বাসিন্দা, এবং তৃতীয়জন হল বাহাওয়ালপুরের মহম্মদ উসমান ।

নেপাল সীমান্ত দিয়ে বিহারে ঢুকে পড়েছে তিন জয়েশ জঙ্গি।নেপালের দিকে থেকে সড়কপথে বিহারে ঢুকেছে ৩ জঙ্গি। ভোটের আগে বিহার জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রাজ্যের সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। বিহারের সীমান্ত এলাকা এবং ঢোকা-বেরনোর সব রাস্তায় কড়া তল্লাশি চলছে।

রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হোটেল, ধর্মশালা এবং জনাকীর্ণ এলাকায় তল্লাশি অভিযানও জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের সম্ভাব্য কার্যকলাপের কথা মাথায় রেখে, রেল এবং বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিগুলিকেও সতর্ক করা হয়েছে। টহলদারি ও নজরদারি কঠোর করা হয়েছে সীমাঞ্চল, মধুবনী, সীতামাঢ়ী, সুপৌল, আনারিয়া, পূর্ব ও পশ্চিম চম্পারণ জেলায়।

বিহার পুলিশ ইতিমধ্যে সব জেলায় এবিষয়ে তথ্য সংগ্রহ এবং সন্দেহভাজন ব্যক্তি দেখলেই ব্যাবস্থা নেওয়ার নির্দেশ জারি করেছে। দেশের গোয়েন্দা সংগঠনগুলি গোপন সূত্রে খবর পেয়ে বিহার সরকারকে সতর্ক করে দিয়েছে এ বিষয়ে। বলা হয়েছে, পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের তিন তালিমপ্রাপ্ত জঙ্গি রাজ্যে ঢুকে পড়েছে রাজ্যে।

অপারেশন সিঁদুরের পরই গত মে মাস থেকে ভারত-নেপাল সীমান্ত ও সিমানচল জেলায় নজরদারি বাড়ানো হয়। এই অংশ থেকেই অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হল।
SIR ইস্যু নিয়ে উত্তপ্ত বিহার সহ গোটা দেশ। রাহুল গান্ধী(Rahul Gandhi) ভোটার অধিকার যাত্রা করছেন তার মাঝেই জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিহারে। রাহুল গান্ধীর পাশাপাশি একাধিক বিরোধী নেতা, প্রিয়াঙ্কা গান্ধীর মতো অনেক বড় নেতা বর্তমানে বিহারে রয়েছেন। আগামী দিনে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অনেকেই আসবেন বিহারে। ফলে সর্তকতার মাত্রা কয়েকগুণ বৃদ্ধি করা হচ্ছে।

spot_img

Related articles

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...