শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের মোট ৯৪টি পুরসভা। স্বচ্ছ ভারত মিশনের সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের ১২৮টি পুরসভার মধ্যে এতগুলিতেই আর একটিও উন্মুক্ত শৌচ নেই। সেই সূত্রেই কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে ‘ওডিএফ প্লাস’ শংসাপত্র।

অর্থাৎ, শুধু শহরের পরিকাঠামো নয়, নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায়ও সরকারি স্বীকৃতি পেল বাংলার পুরসভাগুলি। কলকাতা ছাড়াও আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব–পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ–উত্তর দিনাজপুর সহ একাধিক জেলার পুরসভা এই স্বীকৃতি পেয়েছে। এছাড়া আরও সাতটি পুরসভা পেয়েছে ‘ওডিএফ’ সম্মান। ফালাকাটা, দার্জিলিং, বালি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, উত্তর দমদম ও ঝালদা রয়েছে সেই তালিকায়।

এ প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “পরিবেশ সচেতনতা ও নাগরিক স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এই স্বীকৃতিই প্রমাণ করছে বাংলার পুরসভাগুলি সঠিক পথে এগোচ্ছে।” তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের কর্মসংস্কৃতি যেমন দেশজুড়ে স্বীকৃতি পেয়েছে, তেমনই এবার কেন্দ্রের এই শংসাপত্র বাংলার জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় পথপ্রদর্শক ভূমিকার প্রমাণ। পুর দফতরের মতে, এই সাফল্য কেবল প্রশাসনিক নয়, নাগরিক অংশগ্রহণকেও আরও উৎসাহিত করবে।

আরও পড়ুন – ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের

_

_

_

_

_

_

_