Sunday, November 16, 2025

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহা সমাবেশে যোগ দিতে পড়ুয়াদের উৎসাহ চোখে পড়ার মতো। মেগা ইভেন্ট ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা মেয়ো রোডে। প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথা মাথায় রেখে TMCP-র তরফে চালু হেল্পলাইন ( ৬৭০৪১৩৭৭৮)। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যা হলে এক ফোনেই সাহায্যের আশ্বাস।

TMCP- র মেগা সমাবেশকে কেন্দ্র করে গত দুদিন ধরেই মহানগরীতে ভিড় জমাতে শুরু করেছেন ছাত্র-ছাত্রীরা। কোচবিহার থেকে কাকদ্বীপ- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা উপস্থিত হচ্ছেন এই সমাবেশে যোগ দিতে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই সমাবেশমঞ্চ থেকেই ছাত্রসমাজকে দিকনির্দেশিকা দেবেন সভানেত্রী। সেইসঙ্গে সাম্প্রতিক বিজেপির ভাষা সন্ত্রাস-বাঙালিবিদ্বেষ, SIR-সহ একাধিক ইস্যুতে তোপ দাগবেন মুখ্যমন্ত্রী। বার্তা দেবেন অভিষেকও।

TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা ফেলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। বৃহস্পতিবার বি কম সেমেস্টার ফোর এবং বি এ এলএলবি সেমেস্টার ফোরের পরীক্ষা নেওয়া হবে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে পরীক্ষা। রাজনৈতিক চিন্তাভাবনা থেকেই যে ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র ২৮ আগস্টকে টার্গেট করে এই সূচি করেছেন তা বেশ স্পষ্ট। তৃণমূল ছাত্র পরিষদের তরফে বারবার চিঠি দিয়েও কোনও লাভ হয়নি। এমন পরীক্ষাসূচির নেপথ্যে ষড়যন্ত্রের আঁচ পেয়ে X হ্যান্ডেলে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya)। তবে দায়িত্বশীল দল হিসেবে আজকে যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয় সে কথা মাথায় রেখে TMCP হেল্পলাইন নম্বর চালু করেছে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কারোর যদি কোনও সমস্যা হয় তাহলে নির্দিষ্ট নম্বরে ফোন বা whatsapp করলে তৎক্ষণাৎ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...